• ?রাজ্যের স্বার্থের পাশাপাশি জাতীয় ইস্যুতেও সরব হতে হবে?, দিল্লিতে সাংসদদের পরামর্শ মমতার
    প্রতিদিন | ০৮ ডিসেম্বর ২০২২
  • নন্দিতা রায়, নয়াদিল্লি: সংসদে শীতকালীন অধিবেশনে কী হবে তৃণমূলের রণকৌশল? তা ঠিক করতে বুধবার বৈঠকে বসেছিলেন তৃণমূলের সংসদীয় চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সেখানে তাঁর সাফ বার্তা, শুধু রাজ্যের ইস্যুতে নয়, দলীয় সাংসদদের জাতীয় ইস্যুতেও সংসদে সরব হতে হবে। তবে সাংসদদের দলনেত্রীর সাবধানবাণী ?বোল্ডলি বাট কুললি? অর্থাৎ কড়া ভাষায় আক্রমণ শানালেও মাথা ঠাণ্ডা রাখতে হবে। আক্রমণাত্মক কোনও পদক্ষেপ করা যাবে না।

    সৌগত রায়ের দিল্লির বাড়িতে বৈঠক ছিল এদিন। সেখানে উপস্থিতি ছিলেন তৃণমূলের প্রায় সকল সাংসদ। তবে ছিলেন না তারকা সাংসদ দেব। তিনি শুটিংয়ের কাজে ব্যস্ত থাকবেন বলে আগেই জানিয়েছিলেন। ডাকা হয়নি শুভেন্দু ও দিব্যেন্দু অধিকারীকে। ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়, সাংসদ অর্জুন সিংরাও। 
  • Link to this news (প্রতিদিন)