• শুরু ফর্ম বিলি, কুণালের নজরে আসা দুই গ্রামে জোরকদমে চলছে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার প্রক্রিয়া
    প্রতিদিন | ০৮ ডিসেম্বর ২০২২
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতার পর এই প্রথম হলদিয়া শিল্পাঞ্চলের বিদ্যুৎহীন দুই গ্রামে বিদ্যুতের নয়া সংযোগ দিতে বুধবার থেকে ফর্ম বিলি শুরু করল রাজ‌্য সরকার। মহকুমা প্রশাসন ও বিদ্যুৎদপ্তরের আধিকারিকরা বাসিন্দাদের কাছ থেকে প্রয়োজনীয় নথির বিনিময়ে হলদিয়া টাউনশিপ ফাঁড়ি ফর্ম বিলি শুরু হয়। বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের নির্দেশে আধিকারিকরা গিয়ে গ্রাম পরিদর্শনের পর রিপোর্ট জমা পড়তেই এই সিদ্ধান্ত নেয় রাজ‌্য সরকার।

    গত রবিবার হলদিয়া পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বিষ্ণুরামচক ও সৌতনপুর গ্রাম দু’টি পরিদর্শনে গিয়ে বিদ্যুৎহীন অবস্থায় দেখেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে ফোনে গোটা বিষয়টি জানান বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসকে। আর তার পরই দলীয় মুখপাত্রের রিপোর্ট পেয়েই ওই দিনই প্রথমে স্থানীয় বিদ্যুৎকর্তাদের এবং পরদিন জেলা বিদ্যুৎ আধিকারিকদের গ্রাম দু’টিতে পাঠান বিদ্যুৎমন্ত্রী। সেই রিপোর্টের ভিত্তিতে বুধবার থেকে নয়া সংযোগ দেওয়ার জন‌্য বিদ্যুতের ফর্ম বিলি করে প্রশাসন।
  • Link to this news (প্রতিদিন)