• Ind Vs Ban: ‌ভারতীয় বোলিংকে ‘‌থার্ড ক্লাস’‌ বলে দিলেন প্রাক্তন পাক ক্রিকেটার 
    আজকাল | ০৯ ডিসেম্বর ২০২২
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ‘‌থার্ড ক্লাস’‌।

    ঠিক এই ভাষাতেই টিম ইন্ডিয়ার বোলিংকে বর্ণনা করলেন প্রাক্তন পাক স্পিনার দানিশ কানেরিয়া। তিন ম্যাচের একদিনের সিরিজের দুটিতেই হার। সিরিজ হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। প্রথম ম্যাচে শেষ উইকেটে ৫২ রান তুলে ম্যাচ জিতে নিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে একসময় ৬৯ রানে ৬ উইকেট পড়ে যায় বাংলাদেশের। সেখান থেকে ২৭১ রান তোলে বাংলাদেশ। শতরান করেন মেহেদি হাসান মিরাজ। ভারতীয় বোলাররা আউটই করতে পারেননি মিরাজকে। কানেরিয়া বলেছেন, ‘‌বাংলাদেশ দারুণ বোলিং করেছে। সেখানে ভারতের বোলিং জঘন্যতম। বলা ভাল থার্ড ক্লাস বোলিং। ঘরের মাঠের মতো আদর্শ পরিবেশেও কিছু করতে পারেনি ভারতীয় বোলাররা। ভারতীয়রা শর্ট পিচ বোলিং করেছে। কাউকে বাউন্সার বা শরীর লক্ষ্য করে বল করতে দেখলাম না। ইয়র্কারও দেখা যায়নি। সিরাজের মধ্যে আগ্রাসন আছে। কিন্তু প্রচুর রান দিয়ে ফেলল।’‌
    এটা ঘটনা দ্বিতীয় ম্যাচে শ্রেয়স, রোহিত ও অক্ষর ছাড়া ব্যাট হাতেও কেউ ছাপ ফেলতে পারেননি। রোহিত তো চোট নিয়ে হাফ সেঞ্চুরি করেন। কিন্তু দলকে জেতাতে পারেননি। ৫ রানে হারে ভারত। শনিবার নিয়মরক্ষার শেষ ম্যাচ হবে চট্টগ্রামে। 
  • Link to this news (আজকাল)