• FIFA Penalty: নিয়ম অমান্য করে ফিফার জরিমানার কবলে সার্বিয়া, ক্রোয়েশিয়া ও সৌদি আরব
    আজকাল | ০৯ ডিসেম্বর ২০২২
  • আজকাল ওয়েবডেস্ক: চলতি বিশ্বকাপে ফিফা নির্দেশিত নিয়ম ভাঙার অপরাধে সার্বিয়া, ক্রোয়েশিয়া এবং সৌদি আরবকে শাস্তির মুখে পড়তে হয়েছে।

    ব্রাজিলের গ্রুপ পর্বের ম্যাচের সময় সার্বিয়ার ড্রেসিংরুমে কসোভোর পতাকা ঝোলানো ছিল। যার মাধ্যমে বোঝানো হয়েছে কসোভো তাঁদের দেশের অংশ। ড্রেসিংরুমে কসোভোর পতাকা রাখার অপরাধে ফিফা সার্বিয়াকে ২০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে। কসোভোর পতাকায় সার্বিয়ান ভাষায় লেখা ছিল, ‘আমরা আত্মসমর্পণ করি না।’ কসোভোর সংস্কৃতি, যুব ও ক্রীড়া মন্ত্রী হাজরুল্লা চেকু একটি ছবি শেয়ার করার পর সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশনকেও ৫০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে ফিফা। কানাডার বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচ ঘিরে ক্রোয়েশিয়ার সমর্থকরা এমন বার্তা দিয়েছিলেন, যা খেলার সঙ্গে মানানসই না। গ্রুপ পর্বে আর্জেন্টিনা এবং মেক্সিকো ম্যাচে ফুটবলারদের আচরণের জন্য ১৫ হাজার সুইস ফ্রাঁ করে দুই দফায় জরিমানা করা হয়েছে সৌদি আরবকে।
  • Link to this news (আজকাল)