• হিমাচলে হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে কংগ্রেস সরকার বদলের ধারা বজায় রাখার পথে জনতা
    বর্তমান | ০৯ ডিসেম্বর ২০২২
  • শিমলা: টানটান লড়াই! হিমাচল প্রদেশে দিন ভর হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সরকার গঠনের আশা দেখছে কংগ্রেস।  বেলা ২ টো নাগাদ ৩৯ টি আসনে এগিয়ে রয়েছে জাতীয় কংগ্রেস। বিজেপি এগিয়ে ২৬টি আসনে। ভোট শতাংশের নিরিখে যুযুধান দুই দল প্রায় সমান সমান। ৪৩ শতাংশ ভোট পড়েছে বিজেপি ও কংগ্রেস উভয়ের ঝুলিতেই। একদিকে গুজরাতে যখন এক তরফা লড়াই সেখানে সারাদিনই ভোট গণনায় টানটান উত্তেজনা দেখেছে হিমাচল। কখনও বিজেপি কংগ্রেসের থেকে বেশি আসনে এগিয়েছে, তো কখনও কংগ্রেস এগিয়ে থেকেছে বিজেপির থেকে। তবে দিন যত বাড়ছে ততই কংগ্রেসের হিমাচলে সরকার গঠনের সম্ভবনা প্রবল হয়ে উঠছে। হিমাচলে ২০১৭ সালের নির্বাচনে ৪৪ আসনে জিতেছিল বিজেপি। কংগ্রেস পেয়েছিল ২১টি আসন।  হিমাচলে প্রতি ৫ বছর অন্তর অন্তর সরকার বদলের ইতিহাস রয়েছে। বিজেপি দাবি করেছিল এবার তারা সেই রেকর্ড ভাঙবে। কিন্তু তা করতে নাড্ডা ব্রিগেড সক্ষম হবে না বলেই মনে করা হচ্ছে। কংগ্রেসের গুজরাত ক্ষতে প্রলেপ দিতে কিছুটা কাজে আসল হিমাচল মলম। তবে ট্রেন্ড থাকা সত্ত্বেও কংগ্রেসকে যথেষ্ট চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল বিজেপি। যদিও সংখ্যাগরিষ্টতা লাভ করে সেই চ্যালেঞ্জের সফলভাবে মোকাবিলা করেছে কংগ্রেস। দল হারের দিকে গেলেও নিজের সেরাজ কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বিজেপির বিদায়ী মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর।  তবে এই জয় কংগ্রেস আদৌ ধরে রাখতে পারবেন কিনা তা নিয়ে অনেকেরই সন্দেহ রয়েছে। এর আগেই গোয়া ও মধ্যপ্রদেশের মত রাজ্যে সরকার গড়লেও পরে তা ভেঙে গিয়েছে। বিজেপির বিধায়ক ভাঙানোর গুণে এবার হিমাচলেও রিসর্ট পলিটিক্সের দেখা মিলবে কিনা তা সময়ই বলবে। তবে আপাতত একজন গ্রহণযোগ্য মুখ্যমন্ত্রীর মুখ খুঁজে বের করাই কংগ্রেসের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
  • Link to this news (বর্তমান)