• উৎসবের মরশুমে পানীয় জলের পরিষেবা ঠিক রাখার জন্য পদক্ষেপ হাওড়ায়
    এই সময় | ০৯ অক্টোবর ২০২২
  • পুজোর মরসুমে পানীয় জলের সরবারহ ঠিক রাখতে জরুরি পরিদর্শন হাওড়া পুরনিগমের (Howrah Municipality)। আগামিকাল লক্ষ্মীপুজো (Laxmi Puja) ও নবী দিবস, একসঙ্গে হওয়ায় তার আগে শনিবার পদ্মপুকুরে জলের প্ল্যান্ট (Padmapukur Water Reservoir) পরিদর্শন করলেন হাওড়া পুরনিগমের ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য আধিকারিকরা৷ এরপর এদিন একটি জরুরি বৈঠকও করেন তাঁরা৷

    একই দিনে লক্ষীপুজো ও বিশ্ব নবী দিবস পড়েছে এই বছর। আর সেই উৎসবের দিনে শহরের পানীয় জলের পরিষেবা যাতে সুষ্ঠভাবে চালু থাকে, তাই শনিবার পদ্মপুকুর জলাধার পরিদর্শন করেন হাওড়া পুরনিগমের আধিকারিকরা। জানা গিয়েছে, রবিবার দিন হাওড়া শহরে পানীয় জল সরবরবাহ ও বণ্টনের ব্যবস্থাকে খতিয়ে দেখতে শনিবার পুরনিগমে জল বিভাগের কর্তাদের জরুরি আলোচনা হয়। পদ্মপুকুর থেকে গোটা হাওড়ার অধিকাংশ স্থানে সুষ্ঠ উপায়ে যাতে জল পরিষেবা চালু রাখা যায়, সেই উদ্দেশ্যেই এদিনের এই পরিদর্শন বলেই নগর নিগম সূত্রে খবর। পুজো চলাকালীন শহরের মধ্যে কোথাও যাতে কোনওভাবে জল সরবারহে বিঘ্ন না ঘটে, তারই আগাম প্রস্তুতি নিতেই জরুরি বৈঠক করা হয়। কোথাও এখনও সমস্যা নেই বলেই জানা যাচ্ছে নিগম সূত্রে।

    এছাড়াও শহরের যে প্রান্তে KMDA জল সরবারহের দায়িত্বে আছে, তাঁদেরকেও ইতিমধ্যে জানানো হয়েছে, যাতে রবিবার দিন কোথাও কোনওভাবে জল কষ্টে না ভুগতে হয় হাওড়াবাসীকে। মূলত হাওড়ার পদ্মপুকুর জলাধার এদিন পরিদর্শন করার পর প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়। এদিনের এই আলোচনাতে পুরনিগমের উচ্চপদস্থ আধিকারিকরা সকলেই উপস্থিত ছিলেন। তবে যদি এই সময়ের মধ্যে কোথাও কোনও যান্ত্রিক গোলযোগ ঘটে, তাহলে সেই সমস্যা দ্রুত সমাধানের জন্য তাঁরা প্রস্তুত থাকবেন বলেই জানা যাচ্ছে হাওড়া পুরনিগম সূত্রে।

    হাওড়া পুরনিগমের ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরী বলেন, ‘‘হাওড়া পুরনিগমের জল বিভাগের পক্ষ থেকে আমরা পদ্মপুকুর জলের প্ল্যান্টে এসেছিলাম৷ পুজোর মধ্যে আমরা হাওড়াতে জলের কোনও সমস্যা হতে দিইনি৷ যেভাবে পরিকল্পনা করা হয়েছিল, সেভাবে সব ঠিকঠাক হয়েছে৷ আগামিকাল নবী দিবস এবং লক্ষ্মীপুজো একই দিনে পড়েছে৷ এই ব্যাপারটাও আমাদের মাথায় রাখতে হচ্ছে৷ তাই সব কিছু একবার দেখে নেওয়া, যাতে পুজোর দিনগুলোয় কোনওরকম সমস্যা না হয়৷’’ তিনি বলেন, ‘‘হাওড়া পুরনিগমের অন্তর্গত মানুষ যাতে ঠিকমতো জল পান৷ জল পরিষেবা যাতে একদম ঠিকঠাক থাকে, সেই জন্যই আমরা আজ পরিদর্শন করলাম৷ পাম্পগুলো সব দেখে নেওয়া যে, সবগুলো ঠিকঠাক কাজ করছে কিনা, কোনওটায় কোনও সমস্যা আছে কিনা, যাতে হাওড়ার মানুষ পুজোর মরসুমে কোনওভাবেই জলকষ্টে না পড়েন৷’’
  • Link to this news (এই সময়)