• Air Force Day:‌ বায়ুসেনা দিবসে জোর দেওয়া হল আত্মনির্ভরতায়, আগামী বছর শুরু হবে মহিলা ‘‌অগ্নিবীর’‌ নিয়োগ 
    আজকাল | ০৯ অক্টোবর ২০২২
  • আজকাল ওয়েবডেস্ক:‌ হরিয়ানার সুকনায় পালিত হল ভারতীয় বায়ুসেনার প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান।

    বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল বিবেকরাম চৌধুরি এদিন অস্ত্র এবং সামরিক সরঞ্জাম নির্মাণে ‘আত্মনির্ভরতার’ ঘোষণা করেছেন। একগুচ্ছ নয়া সামরিক উপকরণের পাশাপাশি ভারতীয় বায়ুসেনা শনিবার পেল নয়া ‘ডিজিট্যাল কমব্যাট ইউনিফর্ম’! 
    বায়ুসেনা দিবসের ওই কর্মসূচিতে এয়ার চিফ মার্শাল চৌধুরি বলেন, ‘‘কেন্দ্রীয় সরকার বিমানবাহিনীর অফিসারদের জন্য নতুন একটি সমরাস্ত্র শাখা গড়ার প্রস্তাব অনুমোদন করেছে। এর ফলে আগামী দিনে আকাশযুদ্ধের প্রশিক্ষণের ক্ষেত্রে অন্তত ৩,৪০০ কোটি টাকা সাশ্রয় হবে।’ সুকনায় বায়ুসেনা দিবসের কর্মসূচির এয়ার শো–তে রাফাল, সুখোই–৩০–এর পাশাপাশি অংশ নিয়েছিল দেশে তৈরি হালকা যুদ্ধ হেলিকপ্টার প্রচণ্ড। বায়ুসেনা প্রধান জানিয়েছেন, আগামী বছর থেকে ‘অগ্নিপথ’ প্রকল্পে মহিলাদেরও নিয়োগ করা হবে। বাহিনীর হাতে দেশীয় প্রযুক্তিতে তৈরি নয়া ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। এটা ঘটনা এতদিন পর্যন্ত দিল্লি ও উত্তরপ্রদেশে ভারতীয় বায়ুসেনার প্রতিষ্ঠা দিবস পালিত হত। ২০০৫ সাল পর্যন্ত দিল্লির পালম ও পরে উত্তরপ্রদেশের হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে পালিত হত ৮ অক্টোবর দিনটি। কিন্তু এই প্রথম বায়ুসেনা দিবস পালিত হল হরিয়ানায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। 

     
  • Link to this news (আজকাল)