• Jalpaiguri: সেনা ছাউনি থেকে উদ্ধার কিং কোবরা, বিন্নাগুড়িতে প্রথমবার দেখা গেল এই সাপ
    আজকাল | ০৯ অক্টোবর ২০২২
  • অতীশ সেন, বানারহাট: বিন্নাগুড়ি সেনা ছাউনি থেকে উদ্ধার হল প্রায় ১৫ ফুট লম্বা কিং কোবরা।

    শনিবার সন্ধেয় সাপটিকে সেনা ছাউনির সাউথ জোনের ব্রিগেড ক্যাম্পের একটি স্টোর রুমে দেখতে পাওয়া যায়। বিন্নাগুড়িতে এর আগে কখনও কিং কোবরা সাপ দেখা যায়নি। ফলে বিরাট আকারের সাপটিকে দেখে সেনা কর্মীরা তড়িঘড়ি বনদপ্তরে খবর দেন। বনদপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ডের আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সাপটিকে উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে আসেন। 

    বনদপ্তরের সূত্রে জানা গিয়েছে, গরুমারা জঙ্গল সংলগ্ন এলাকায় কিং কোবরা সাপ প্রায়ই দেখা যায়। তবে এবারই প্রথম বার বিন্নাগুড়ি থেকে কিং কোবরা সাপ উদ্ধার হল। সাপটিকে শনিবার রাতে রেঞ্জ অফিসে পর্যবেক্ষণে রাখা হবে। সেটিকে সম্পূর্ণ সুস্থ মনে হলে উপযুক্ত আবাসস্থলে সাপটিকে আগামিকাল ছেড়ে দেওয়া হবে। 
  • Link to this news (আজকাল)