• Child Rescued: বিক্রি হওয়া শিশু উদ্ধার,‌ গ্রেপ্তার দুই পাচারকারী
    আজকাল | ০৯ অক্টোবর ২০২২
  • মিল্টন সেন, হুগলি, ৮ অক্টোবর: নিখোঁজ শিশুর তদন্তে নেমে, শিশু পাচার চক্রের হদিস মিলল।

    উদ্ধার হল মোটা টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাওয়া শিশু। গ্রেপ্তার করা হয়েছে দুই পাচারকারীকে। শুরু হয়েছে গোটা পাচার চক্রের খোঁজ। ঘটনাটি ঘটেছে ডানকুনি থানার মনোহরপুর মল্লিকপাড়া এলাকায়। ধৃত দু’‌জনের নাম আজিজুল রহমান ও খুরশিদা বেগম। দিন চারেক আগে ডানকুনি থানায় শিশু নিখোঁজের অভিযোগ দায়ের করেন মল্লিকপাড়ার পূজা মণ্ডল। নিউ ব্যারাকপুর বিলকান্দা এলাকার বাসিন্দা পূজা। বছর সাতেক আগে তাঁর বিয়ে হয় স্থানীয় বাবু জানার সঙ্গে। তাদের পুত্র সন্তানের বয়স বর্তমানে চার বছর। বাবু পেশায় রিকশা চালক। সম্প্রতি সে রিকশা চালানো ছেড়ে প্লাস্টিক কুড়ানোর কাজ করে। পূজা জানিয়েছে, মাস তিনেক আগে বাবুকে ছেড়ে সুজিত খানকে বিয়ে করে সন্তান সহ ঘর ছাড়ে সে। এরপর ডানকুনি মনোহরপুর মল্লিক পাড়ায় হিরু নামক এক ব্যক্তির বাড়ি ভাড়া নেয়। মাস তিনেক ধরে সুজিতের সঙ্গে ওই বাড়িতেই বসবাস করেছে পূজা। এবার পূজার অভিযোগ, দিন চারেক আগে রাতে সুজিত তাঁকে জোর করে অত্যধিক মদ্যপান করায়। নেশাগ্রস্থ অবস্থায় তাঁকে একটা কাগজে টিপ সই দেওয়ায়। তারপর চল্লিশ হাজার টাকায় তাঁর ছেলেকে বিক্রি করে দেয় আজিজুলের কাছে। পরের দিন নেশা কাটতেই ভুল বুঝতে পারে পূজা। সোজা থানার দ্বারস্থ হয় সে। ডানকুনি থানার আইসি তাপস সিনহার নেতৃত্বে তদন্তে নেমে পুলিশ প্রথমে আজিজুলকে আটক করে। জিজ্ঞাসাবাদ করে পুলিশ কলাছড়ায় পৌঁছয়। সেখানে খুরশিদা বেগমের বাড়ি থেকে চার বছরের বিক্রি হয়ে যাওয়া ওই শিশুকে উদ্ধার করে। পুলিশি তদন্তে উঠে এসেছে কোনও এক নিঃসন্তান দম্পতির কাছে দেড় লক্ষ টাকায় ওই শিশুকে পুনরায় বিক্রি করে দেওয়া হয়েছিল। শিশুটিকে সুজিত খানের থেকে কিনে খুরশিদার বাড়িতে রেখেছিল আজিজুল। চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগী জানিয়েছেন, পূজার দ্বিতীয় স্বামী সুজিত খান শিশুটিকে বিক্রি করেছিল আজিজুলের কাছে। পরে মোটা টাকার বিনিময়ে পুনরায় শিশুটিকে বিক্রি করা হয়েছিল। ঘটনায় দুই অভিযুক্ত আজিজুল রহমান এবং খুরশিদা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। পূজার দ্বিতীয় স্বামী সুজিত খানের খোঁজ চলছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। ধারণা পেছনে একটা বড় চক্র রয়েছে। গোটা পাচার চক্রের হদিস চালানো হচ্ছে। শিশুটিকে উদ্ধার করে আপাতত উত্তরপাড়া হোমে পাঠানো হয়েছে।

     
  • Link to this news (আজকাল)