• ‘হম সাথ রহেঙ্গে’ লিখে আত্মঘাতী তেহট্টের কিশোরী! প্রেমিকের মৃত্যুর শোকেই চরম সিদ্ধান্ত?
    আনন্দবাজার | ০৬ ফেব্রুয়ারি ২০২৫
  • সমাজমাধ্যমের পোস্টে ‘হম সাথ রহেঙ্গে’ লিখেছিল কিশোরী। স্বাভাবিক ভাবেই তা অনেকের নজরে পড়েছিল। কিন্তু গুরুত্ব দিয়ে ভাবেননি কেউই। সেই পোস্ট লেখার কিছু ক্ষণ পরেই ঘর থেকে উদ্ধার হল ওই কিশোরীর ঝুলন্ত দেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার তেহট্টে। পরিবারের লোকেদের অনুমান, প্রেমিকের মৃত্যুর শোকেই চরম সিদ্ধান্ত নিয়েছে ওই কিশোরী।

    স্থানীয় সূত্রে খবর, মৃতার নাম পূজা রায়। বেতাইয়ের তাবুপাড়া গ্রামের বাসিন্দা। দশম শ্রেণির ছাত্রী। বাবা পরিযায়ী শ্রমিক। বাইরে থাকেন। পরিবারের দাবি, বাড়িতে কেউ না থাকার সুযোগে বুধবার আত্মহত্যা করে কিশোরী। পরে মা বাড়িতে মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ ময়নাতদন্তে পাঠায় দেহ।

    পরিবারের লোকেরা জানান, রবিবার রাতে সরস্বতী ঠাকুর দেখে ফেরার পথে চার কিশোরের মৃত্যু হয়েছিল নদিয়ার কাঁঠালিয়ায়। তাদের মধ্যে এক জনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কিশোরীর। প্রেমিকের মৃত্যুর শোকেই সে আত্মহত্যা করে থাকতে পারে বলে দাবি পরিবারের।

  • Link to this news (আনন্দবাজার)