• গরু-মোষের ধাক্কার পর এবার যান্ত্রিক ত্রুটি, পরপর ৩ দিন থমকাল বন্দে ভারত এক্সপ্রেসের চাকা
    প্রতিদিন | ০৯ অক্টোবর ২০২২
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরপর তিনদিন থমকে গেল বন্দে ভারত এক্সপ্রেসের চাকা। শনিবার ট্রেনের চাকায় ট্র্যাকশনের গন্ডগোল থাকায় থমকে যায় ট্রেনের গতি। যাত্রীদেরও শতাব্দী এক্সপ্রেসে চড়িয়ে গন্তব্যে পাঠানো হয়। পরপর তিনদিন ট্রেন বিভ্রাটের ঘটনায় কেন্দ্রকে বিঁধল তৃণমূল। তাঁদের প্রশ্ন, আত্মনির্ভরতার নামে কেন আমজনতার জীবন নিয়ে ছিনিমিনি খেলছে কেন্দ্র?

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) স্বপ্নের ‘বন্দে ভারত’ এক্সপ্রসের যেন ‘শনির দশা’ চলছে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে তিন-তিনবার দুর্ঘটনার কবলে পড়ল সেমি হাই স্পিড ট্রেনটি। শনিবার দিল্লি থেকে বারাণসী যাওয়ার পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্বোধন করা বন্দে ভারত এক্সপ্রেসের সি৮ কোচের ট্র্যাকশন মোটরে সমস্যা দেখা যায়। ট্রেন তখন ডানকুর ও ওয়্যার স্টেশনের মাঝে। রেলের কর্মীদের চোখে পড়ার পরই অপারেশন কন্ট্রোল বিভাগে খবর যায়। ছুটে আসেন টেকনিক্যাল বিভাগের কর্মীরা। তারা খতিয়ে দেখেন বিষয়টি। এরপরই গতি কমিয়ে ২০ কিলোমিটার দূরের খুরজা স্টেশনে এসে থামে বন্দে ভারত এক্সপ্রেস। সেখানে ট্রেনের সমস্ত যাত্রীকে নামিয়ে শতাব্দী এক্সপ্রেসে চড়িয়ে গন্তব্যে পাঠানো হয়।

    ট্রেনটির মেরামতির জন্য ডিপোয় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কীভাবে এই যান্ত্রিক গোলযোগ ঘটল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে উত্তর-মধ্য রেলওয়ে। এদিকে যান্ত্রিক ত্রুটি নিয়ে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে সমালোচনায় সরব তৃণমূল। টুইটারে তারা লিখেছে, ?নতুন নতুন ট্রেন উদ্বোধন করলেই দেশের দুর্দশা ঘুচবে না। আত্মনির্ভরতার নামে পরপর তিনদিন বিপদে পড়ল বন্দে ভারত এক্সপ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমজনতার জীবনের ঝুঁকি নিচ্ছেন কেন??
  • Link to this news (প্রতিদিন)