• পুত্রবধূ খুনে অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত
    বর্তমান | ০৯ অক্টোবর ২০২২
  • ক্যালিফোর্নিয়া: পুত্রবধূকে গুলি করে খুনের অভিযোগে ৭৪ বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূতকে গ্রেপ্তার করল পুলিস। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গত সপ্তাহে, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। জানা গিয়েছে, স্বামীর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন গুরপ্রীত কাউর দোসাঞ্জ। বিষয়টি কানে যেতেই ক্ষোভে ফেটে পড়েন শ্বশুর শীতল সিং দোঁসার। তারপর থেকে প্রাণ ভয়ে দিন কাটছিল গুরপ্রীতের। নিজের আতঙ্কের কথা কাকাকে জানিয়েছিলেন তিনি। পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন আচমকাই নিজের কর্মস্থলের পার্কিং লটে শীতল সিংকে দেখে চমকে যান গুরপ্রীত। বাড়ি থেকে প্রায় ১৫০ মাইল দূরে শ্বশুরকে দেখে বিপদ আঁচ করে তড়িঘড়ি কাকাকে ফোনও করেন তিনি। কথা বলতে বলতেই গাড়িতে উঠতে যাচ্ছিলেন গুরপ্রীত। সেই শেষবার ভাইঝির গলা শুনেছিলেন কাকা। প্রায় পাঁচ ঘণ্টা পর ওয়ালমার্টের পার্কিং লটে গুরপ্রীতের দেহ দেখতে পান এক সহকর্মী। তাঁর বুলেটবিদ্ধ দেহ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্তে নেমে পরদিন সকালে বাড়ি থেকে শীতলকে গ্রেপ্তার করে পুলিস। উদ্ধার করা হয় পিস্তলটিও।
  • Link to this news (বর্তমান)