• শীতলকুচি থেকে মাথাভাঙা ২০ কিমি রাস্তা সংস্কারের কাজ এখনও শুরুই হয়নি
    বর্তমান | ০৯ অক্টোবর ২০২২
  • সংবাদদাতা, মাথাভাঙা: শীতলকুচি থেকে মাথাভাঙা শহর পর্যন্ত ২০ কিলোমিটার রাস্তা সংস্কারের কথা বলা হলেও এখনও পর্যন্ত কাজ শুরু করেনি পূর্তদপ্তর। ফলে এবারেও ভাঙা রাস্তা দিয়েই পুজোর দিনগুলিতে যাতায়াত করতে হবে শীতলকুচি ব্লকের বাসিন্দাদের। কারণ মহকুমা শহর মাথাভাঙা যাওয়ার এটাই একমাত্র রাস্তা। যদিও পূর্তদপ্তর সুত্রে জানা গিয়েছে, রাস্তাটি সংস্কার ও সম্প্রসারণের জন্য ২১ কোটি টাকা বরাদ্দ এসেছে। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শীঘ্রই জোরকদমে রাস্তাটির কাজ শুরু হবে। গত বছরও এই রাস্তাটি সংস্কার করা হয়েছিল। এবারে বর্ষায় বৃষ্টির ফলে অনেক জায়গায় গর্ত তৈরি হয়েছে। গর্তগুলি জলে ভর্তি হওয়ায় রাস্তাটি দিয়ে চলাচল করতে গিয়ে চরম সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। বর্তমানে এই রাস্তা দিয়ে বাইক সহ টোটো, অটোতে যাতায়াত করা মুশকিল হয়ে পড়েছে। যেকোনও সময়ে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। রাস্তাটি সংস্কার ও সম্প্রসারণের কাজ শুরু না করা পর্যন্ত ভরসা পাচ্ছে না বাসিন্দারা।

    এব্যাপারে গোসাঁইরহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূল কংগ্রেসের মদন চন্দ্র বর্মন বলেন, গ্রাম পঞ্চায়েতের সামনের অংশটি বর্ষার সময়ে জলকাদায় ভর্তি হয়েছিল। অনেক বলার পর গত বছর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনের অংশটি সংস্কার করা হয়েছিল। ফের রাস্তা জুড়ে গর্ত তৈরি হয়েছে। ২০ কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি ছ’টি গ্রাম পঞ্চায়েত এলাকার উপর দিয়ে গিয়েছে। গোটা শীতলকুচি ব্লকের মানুষ সহ মাথাভাঙা-১ ব্লকের দু’টি গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের মাথাভাঙা শহরে আসার একমাত্র রাস্তা এই রাজ্য সড়ক। প্রতিদিন কয়েক হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। বেহাল রাস্তার জলকাদায় নাজেহাল অবস্থা প্রতিদিন যাতায়াতকারী অফিস কর্মী থেকে সাধারণ মানুষের। এব্যাপারে পূর্তদপ্তরের মাথাভাঙা মহকুমার সহকারী নির্বাহী বাস্তুকার কেশব রঞ্জন রায় বলেন, শীতলকুচি থেকে মাথাভাঙা পর্যন্ত ২০ কিলোমিটার রাস্তা সংস্কার করার জন্য যে অর্থ বরাদ্দ এসেছিল তা দিয়ে বেশকিছু এলাকা গতবছর সংস্কার করা হয়েছিল। এখন ফের আগের অবস্থা তৈরি হয়েছে। আমরা রাস্তাটি সংস্কার ও সম্প্রসারণ করার জন্য ২১ কোটি টাকার মতো বরাদ্দ পেয়েছি। বর্ষাও প্রায় শেষ। এবার আমরা টেন্ডার প্রক্রিয়া শুরু করে দিয়েছি। শীঘ্রই আমরা কাজ শুরু করব। 
  • Link to this news (বর্তমান)