• কোজাগরী লক্ষ্মীপুজোয় থিমের মণ্ডপ, হচ্ছে বোতাম ও চকোলেটের প্রতিমা
    বর্তমান | ০৯ অক্টোবর ২০২২
  • নিজস্ব প্রতিনিধি, সাউতানচক (তমলুক): বাহারি থিমের মণ্ডপে সেজে উঠেছে সাউতানচকের কোজাগরী লক্ষ্মীপুজো। আজ, রবিবার থেকেই টানা পাঁচদিনের মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মাতোয়ারা হবে তমলুক-নন্দকুমার সীমানাবর্তী সাউতানচক। কোথাও হচ্ছে বোতামের প্রতিমা, আবার কোথাও চকোলেটের তৈরি লক্ষ্মী প্রতিমা। মণ্ডপ সজ্জার বাহারি থিমে প্রকাশ উন্মুক্ত ও শিকলবন্দি পাখি, মাটির ঘর, স্বর্গের দ্বার এবং রাজহংস।

    গত কয়েক বছর ধরে লক্ষ্মীপুজোয় থিমের মণ্ডপ তৈরি করে নজর কাড়ছে সাউতানচক। পুজো ও মেলা ঘিরে হাজার হাজার দর্শনার্থীর ভিড় হয়। এবারও সবক’টি পুজো কমিটি থিমের তৈরি মণ্ডপ তৈরি করেছে। দুর্গাপুজোর মণ্ডপ খোলার পর মণ্ডপশিল্পীরা এখানে কাজ শুরু করেন। তাই পুজোর আগের দিনও কোনও কমিটির মণ্ডপ সাজানোর কাজ সম্পূর্ণ হয়নি। সব জায়গায় চূড়ান্ত ব্যস্ততার মধ্যে মণ্ডপ সাজানো হয়। তমলুক থেকে ঠেকুয়াগামী রোডে গুড়িয়ার মোড়ে রাস্তার দু’ধারে মেলা বসেছে। উত্তর সাউতানচক নেতাজি প্রাইমারি স্কুলের সামনেও মেলা বসেছে। পাঁচদিন ব্যাপী বাউল, কীর্তন, অর্কেষ্ট্রা সহ নানা অনুষ্ঠানের আয়োজন রয়েছে। 

    উত্তর সাউতানচক বাজার কমিটির লক্ষ্মীপুজো এবার ১৮ বছরে পড়ল। এখানে মণ্ডপের সামনে ডানা মেলা একটি বড় পাখি থাকছে। ভিতরে ঢুকলেই দেখা যাবে পাখির অন্যরূপ। খাঁচার ভিতর যুবতীবেশী একটি পাখি হাঁটুতে মুখ ঢেকে রেখেছে। খোলা আকাশে ইচ্ছেমতো ঘুরতে না পারার যন্ত্রণা ফুটিয়ে তুলেছেন শিল্পী। পুজো কমিটির অন্যতম কর্মকর্তা নারায়ণ বাগ বলেন, রবিবার জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক পুজোর উদ্বোধন করবেন।

    উত্তর সাউতানচক নেতাজি প্রাইমারি স্কুলের মাঠে নবীন সঙ্ঘের মণ্ডপেও থিমের ছোঁয়া। এখানকার থিম ‘স্বর্গের দ্বার’। মণ্ডপের উপরের অংশে বড় গ্লোব। থার্মোকল এবং আরও নানা সামগ্রী নিয়ে মণ্ডপ সাজানো হয়েছে। পুজো কমিটির সম্পাদক কমল মণ্ডল বলেন, এবার আমাদের পুজো ৩৩ বছরে পড়ল। বাজেট প্রায় দু’লক্ষ টাকা। এই এলাকায় কোজাগরী লক্ষ্মীপুজো বছরের সেরা উৎসব। প্রতি বাড়িতে আত্মীয় স্বজনরা আসেন। তমলুক, নন্দকুমার, ময়না, পাঁশকুড়া সহ বিভিন্ন জায়গা থেকে দর্শকরা আসেন।

    সাউতানচকে মুনলাইট ক্লাবে চকোলেটের প্রতিমা তৈরি হয়েছে। থিমেও আকর্ষণ রয়েছে। এখানকার থিমের নাম ‘নতুন করে সৃষ্টি, হচ্ছে পুতির বৃষ্টি’। মণ্ডপের সামনে ডানা মেলা তিনটি পাখি, সূর্য প্রভৃতি তুলে ধরা হয়েছে। রং বেরঙের মণ্ডপের ভিতর পুতির কাজ রয়েছে। পুজো কমিটির সভাপতি শঙ্কর মিদ্যা বলেন, রবিবার উদ্বোধনের আগে শোভাযাত্রা বের হবে। তারপর টানা পাঁচদিন অনুষ্ঠান হবে। নাচ, অর্কেষ্ট্রা, বাউল প্রভৃতি অনুষ্ঠান রয়েছে। 

    সাউতানচকে অমর সঙ্ঘের পুজোর থিম রাজহংস। তমলুকে একটি দুর্গাপুজোয় ওই থিম হয়েছিল। যুদ্ধকালীন তৎপরতায় সেই মণ্ডপ খুলে সাউতানচকে ওই কমিটির মণ্ডপ সাজানোর কাজ চলছে। মণ্ডপের ভিতর ও বাইরে রাজহংসের ছবি দিয়ে সাজানো হচ্ছে। নন্দকুমার থানার গুড়িয়ার মোড়ে হটবয় ক্লাবের পুজোর বাজেট প্রায় ১২ লক্ষ টাকা। এখানকার থিম মাটির ঘর। মাটির সরা, ভাঁড়, বাঁশের তৈরি কুলো, ডালা প্রভৃতি দিয়ে সুন্দরভাবে মণ্ডপ সাজানো হয়েছে। এখানে ছ’দিনব্যাপী সাংস্কৃতি অনুষ্ঠান হবে। বোতামের তৈরি প্রতিমা এখানকার বিশেষ আকর্ষণ।

     

     
  • Link to this news (বর্তমান)