• রাজ্যে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত প্রায় এক হাজার, উদ্বেগ
    বর্তমান | ০৯ অক্টোবর ২০২২
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যজুড়ে চলছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। যত দিন যাচ্ছে, সংক্রমণ কমার বদলে তা আরও ঊর্ধ্বমুখী। এই আবহে সাম্প্রতিক কালে ২৪ ঘণ্টায় ডেঙ্গুর সংক্রমণ সর্বোচ্চ সীমা স্পর্শ করল। রাজ্য স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, শনিবার ২৪ ঘণ্টায় রাজ্যে মোট ৯৭৮ জন ডেঙ্গু সংক্রামিত হয়েছেন। এর মধ্যে ৮০৬ জন রোগীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। রাজ্য সরকারের স্বাস্থ্যদপ্তরের একাধিক ডেঙ্গু অবজার্ভার টিম এবং পদস্থ আধিকারিকরা ছুটির মধ্যেই বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করছেন। সার্বিকভাবে ডেঙ্গুর চিকিৎসা তদারকি করছেন তাঁরা। তবে যেভাবে সংক্রমণ বাড়ছে এবং প্রায় প্রতিদিন মৃত্যুর খবর মিলছে, তাতে আতঙ্ক তৈরি হচ্ছে। 
  • Link to this news (বর্তমান)