• পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কে কবি সম্মেলন
    বর্তমান | ০৯ অক্টোবর ২০২২
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি বছরে ‘হিন্দি পক্ষ’ উদযাপনের শেষ লগ্নে কবি সম্মেলনের আয়োজন করল পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক। নয়া দিল্লিতে ব্যাঙ্কের স্টাফ ট্রেনিং কলেজে ৪ অক্টোবর ওই সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাঙ্কের এগজিকিউটিভ ডিরেক্টর কেভি রাঘবেন্দ্র। রসিক গুপ্তা, লক্ষ্মীশঙ্কর বাজপেয়ী, কমলেশ ভাট কমল, সোনালি বোস, সর্দার মানজিৎ সিংয়ের মতো জাতীয় স্তরের কবিরা অংশ নেন ওই সম্মেলনে। কেভি রাঘবেন্দ্র বলেন, বিগত কয়েক বছরেই ব্যাঙ্কের কাজকর্মে হিন্দি ভাষার ব্যবহার বেড়েছে এবং কর্মীরাও এই ভাষা ব্যবহারে আরও সাবলীল হচ্ছেন।  -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)