• বাংলাদেশ থেকে কাকদ্বীপে ফিরলেন ১৩৫ মৎস্যজীবী
    বর্তমান | ০৯ অক্টোবর ২০২২
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: লক্ষ্মী পুজোর আগে খুশির হাওয়া কাকদ্বীপের মৎস্যজীবী মহলে। কারণ তিন মাস পর বাংলাদেশ থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন ১৩৫ জন মৎস্যজীবী। ইলিশ ধরতে গিয়ে ভারত-বাংলাদেশ জল সীমানা লঙ্ঘন করে ওপারে চলে গিয়েছিলেন তাঁরা। বাংলাদেশের উপকূল রক্ষীবাহিনী এই মৎস্যজীবীদের ধরে সেদেশের পুলিসের হাতে তুলে দেয়। দীর্ঘ সময় বাদে দুই দেশের যৌথ উদ্যোগে অবশেষে ছাড়া পেলেন ১৩৫ জন। শুক্রবার গভীর রাতে কাকদ্বীপে এসে পৌঁছন তাঁরা। জানা গিয়েছে, জুন মাসে মাছ ধরার মরশুম শুরু হওয়ার সময়েই বাংলাদেশে ঢুকে পড়েছিল ৮টি ট্রলার। সেগুলিতেই ছিলেন এই ১৩৫ জন। শেষে তাঁরা বাড়ি ফেরায় আনন্দে ভাসলেন এইসব মৎস্যজীবীদের পরিবারের লোকজন। এতদিনের উদ্বেগ আর উৎকণ্ঠা দূর হল তাঁদের। বাড়ি ফিরে ওই মৎস্যজীবীরা জানান, উপকূল রক্ষীবাহিনীর হাতে ধরা পড়ার পর তাঁদের নিয়ে যাওয়া হয় মঙ্গলা পোর্টে। সেখানে মারধর করা হয় অনেককে। জেলেও নানাভাবে অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁরা। শেষমেশ বুধবার সেখান থেকে ছাড়া পান সবাই। ওইদিনই কাকদ্বীপের জন্য রওনা দেন তাঁরা।
  • Link to this news (বর্তমান)