• ‌বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, রণক্ষেত্র অশোকনগর
    হিন্দুস্তান টাইমস | ০৯ অক্টোবর ২০২২
  • বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে সর্বস্তরে। এবার আবার সেটা প্রকাশ্যে চলে এল। বস্ত্র বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা চরমে উঠেছে। আর তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে অশোকনগর স্টেশন এলাকায়। এই সংঘর্ষে আহত হয়েছেন দু’‌পক্ষের বেশ কয়েকজন। আজ, রবিবার এই ঘটনা নিয়ে এলাকার মোড়ে জটলা বেঁধে আলোচনা চলছে। তবে এই গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করেছে জেলা বিজেপি নেতৃত্ব।

    ঠিক কী ঘটেছে অশোকনগরে?‌ স্থানীয় সূত্রে খবর, শনিবার অশোকনগর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ অনুষ্ঠান করা হয়। একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। কিন্তু সেখানে উপস্থিত সকলেই ছিলেন বিজেপির সদস্য। সেই অনুষ্ঠানটি বিজেপির বারাসত সাংগঠনিক জেলা সদস্য তপন গাইনের দোকানের সামনে হচ্ছিল। তা নিয়ে তিনি আপত্তি তোলেন। আর এক পক্ষ এখানেই অনুষ্ঠান হবে বলে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। তখনই বিজেপির দু’‌পক্ষের মধ্যে বেধে যায় হাতাহাতি। তার জেরে হওয়া সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন।

    ঠিক কী বলছেন বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সদস্য?‌ এই ঘটনার পর সংবাদমাধ্যমে তপন গাইন বলেন, ‘‌দোকানের সামনে থেকে সরিয়ে অনুষ্ঠান করার কথা বলেছিলাম। কিন্তু তাতে আমার উপর আক্রমণ করা হয়। আর কয়েকজন আমার ওপর চড়াও হয়।’‌ আর স্থানীয় এক বিজেপি কর্মী রমেন বিশ্বাস বলেন, ‘‌তপন গাইন গত পুরসভা নির্বাচনে টিকিট পায়নি বলে সে বিজেপির কোন কর্মসূচির সঙ্গে যুক্ত থাকেন না। কিন্তু আমরা পদ ছাড়াই রাজনীতি করি।বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উনিই হঠাৎ আমাদের উপর চড়াও হয়ে মারধর করেন।’‌

    গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কী বলছেন জেলা সভাপতি?‌ এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে এলাকায় জোর আলোড়ন পড়ে গিয়েছে। কারণ রাজ্য নেতৃত্ব বারবার গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে বার্তা দিচ্ছে। সেখানে এমন ঘটনা পঞ্চায়েত নির্বাচনের আগে বেশ চর্চিত হয়েছে। এই বিষয়ে বিজেপির বারাসত সাংগঠনিক জেলা সভাপতি তাপস মিত্র বলেন, ‘‌অনুষ্ঠানটি বিজেপির ছিল না, একটি স্বেচ্ছাসেবী সংগঠনেরই ছিল। তবে সকলেই বিজেপি করেন। একটা গণ্ডগোল হয়েছিল শুনেছি। তবে তা মিটেও গিয়েছে।’‌
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)