• স্ত্রীর সঙ্গে তুমুল ঝামেলা, ‘প্রতিশোধ’ নিতে নিজের মেয়ের গায়েই আগুন দিল মত্ত বাবা
    হিন্দুস্তান টাইমস | ০৯ অক্টোবর ২০২২
  • স্ত্রীর সঙ্গে তুমুল ঝামেলা করার পর নিজেরই মেয়ের গায়ে আগুন ধরিয়ে দিল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের লোহার দাগা জেলায়। ঘটনার পর থেকেই অভিযুক্ত পাপ্পু তুরী পলাতক বলে জানা গিয়েছে। পাপ্পুর বিরুদ্ধে কিসকো পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে পাপ্পুর অগ্নিদগ্ধ ৪ বছর বয়সি মেয়ে সোমারি তুরী বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই চালাচ্ছে বলে জানা গিয়েছে।

    জানা গিয়েছে, লোহার দাগা জেলার কোচাবারনাগ গ্রামের বাসিন্দা পাপ্পু মত্ত অবস্থায় তার স্ত্রী হীরার সঙ্গে ঝামেলা করেন। এরপর রাগের মাথায় নিজের মেয়ে সোমারির গায়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় পাপ্পু। এদিকে অগ্নিদগ্ধ অবস্থায় সোমারিকে লোহাগ দাগা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর রাঁচির রাজেন্দ্র ইনস্টিউট অফ মেডিসিন সায়েন্সে রেফার করা হয়।

    কিসকো থানার ইনচার্জ সানি কুমার বলেন, ‘আমরা সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে ঘটনা সম্পর্কে জানতে পারি। গ্রামবাসীরা মেয়েটিকে লোহার দাগা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে রিমসে রেফার করা হয়। আমি আজ গ্রামে ঘটনাস্থল পরিদর্শন করেছি। শিশুটির মায়ের বিবৃতি রেকর্ড করার জন্য রাঁচিতে একটি দল পাঠিয়েছি।’

    এদিকে অগ্নিদগ্ধ মেয়ের মা হীরা বলেন, ‘আমার স্বামীর সন্দেহ হয় যে আমার অন্য কারও সাথে সম্পর্ক রয়েছে। এই অভিযোগ এনে আমাকে মারধর শুরু করে সে। আমি আমার এক ছেলে তিন মেয়েকে সঙ্গে করে পালিয়ে যাই। তবে সোমারি ঘরেই থেকে গিয়েছিল। সেই সময় ঘরে আগুন লাগিয়ে দেয় আমার স্বামী। আমার মেয়ে তখন ঘুমাচ্ছিল। পরে তাকে গ্রামবাসীরা উদ্ধার করে। তারা তাকে হাসপাতালে নিয়ে যেতে আমাকে সাহায্য করেছিল। গ্রামবাসীরা আমার স্বামীকেও ধরে ফেলে কিন্তু সে পরে পালিয়ে যেতে সক্ষম হয়।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)