• ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় এক দিনের ম্যাচেও বাধ সাধবে বৃষ্টি? কী বলছে পূর্বাভাস? ০৯ অক্টোবর ২০২২ ১০:৪৪
    আনন্দবাজার | ০৯ অক্টোবর ২০২২
  • রাঁচীতে রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে খেলতে নামবে ভারত। তবে আচমকাই সেই ম্যাচ ঘিরে তৈরি হয়েছে আশঙ্কার মেঘ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের সময় আকাশ মেঘলা থাকবে। এমনকি, দু’-এক পশলা বৃষ্টিও হতে পারে। ফলে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও বাধ সাধতে পারে বৃষ্টি।

    আবহাওয়ার দফতরের পূর্বাভাস জানাচ্ছে, সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টসের সময় তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ম্যাচ যত এগোবে, তত তাপমাত্রা কমতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দুপুর দেড়টা থেকে খেলা শুরু। তার আগে বা পরে বৃষ্টি হতেই পারে। আকাশ মেঘলা থাকায় ম্যাচের মাঝেও খেলা থামিয়ে দিতে পারে বৃষ্টি।

    লখনউয়ে প্রথম এক দিনের ম্যাচেও বৃষ্টি হয়েছে। বাধ্য হয়ে আম্পায়াররা ৪০ ওভারের ম্যাচ আয়োজন করেন। সেই ম্যাচে ভারতকে ৯ রানে হারিয়ে সিরিজ়ে এগিয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। এখন দেখার, দ্বিতীয় ম্যাচেও বৃষ্টি এসে খেলায় বাধা দেয় কি না।

  • Link to this news (আনন্দবাজার)