• জন্মদিনে আইফোন কিনে দেননি বাবা-মা, কুলতলিতে নিজেকে শেষ করল দশম শ্রেণির ছাত্র!
    আনন্দবাজার | ০৪ নভেম্বর ২০২৫
  • দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের শানকিজাহান এলাকায় ঘটে গেল মর্মান্তিক ঘটনা। আইফোন না কিনে দেওয়ায় আত্মহত্যা করল দশম শ্রেণির ছাত্র দীপাঞ্জন দাস (১৭)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীপাঞ্জন নিমপীঠ আশ্রমের দশম শ্রেণির ছাত্র। কয়েক মাস আগে প্রায় ৩২ হাজার টাকা দিয়ে তাকে একটি অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছিলেন তার বাবা ভাস্কর দাস। তিনি একজন পরিযায়ী শ্রমিক।

    স্থানীয় সূত্রে খবর, জন্মদিন উপলক্ষে বাবা-মায়ের কাছে আইফোন কিনে দেওয়ার অনুরোধ জানায় দীপাঞ্জন। কিন্তু বাবা-মা তাকে আইফোন দিতে অস্বীকার করায় মানসিক ভাবে ভেঙে পড়ে দীপাঞ্জন। পরিবারের দাবি, গত কয়েক দিন ধরে সে ঠিকমতো খাওয়াদাওয়াও করছিল না। সোমবার বিকেলে দিদার বাড়িতে দীর্ঘ ক্ষণ দীপাঞ্জনকে না দেখে খোঁজ করতে গিয়ে ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায় তার দেহ দেখতে পান পরিবারের সদস্যেরা। দ্রুত কুলতলি ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মঙ্গলবার তার দেহের ময়নাতদন্ত হবে বলে জানা গিয়েছে।

    পড়শিরা জানিয়েছেন, পড়াশোনায় ভাল এবং অত্যন্ত মিশুকে স্বভাবের ছেলে হিসেবে এলাকায় পরিচিত ছিল দীপাঞ্জন। তার মৃত্যুতে এলাকাবাসী শোকস্তব্ধ। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
  • Link to this news (আনন্দবাজার)