• Weather Today: বড়দিনে কমল শীতের দাপট, কুয়াশার চাদরে ঢাকল তিলোত্তমা
    ২৪ ঘন্টা | ২৫ ডিসেম্বর ২০২২
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সপ্তাহান্তে রাজ্যে হাওয়া বদল। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে উষ্ণ হতে চলেছে বড়দিন। রাজ্যে অনেকটাই কমল শীতের প্রকোপ। আজ ঠান্ডার দাপট কিছুটা কম থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সকাল থেকেই শহর ঢেকেছে কুয়াশার চাদরে। রোদ উঠলেও আজ আকাশ মেঘাচ্ছন্নই থাকবে সারাদিন, এমনটাই হাওয়া অফিস সূত্রে খবর।

    আরও পড়ুন, 

    আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, বড়দিনে শীতের ইনিংস তেমন জোরদার হবে না। গতকালের তুলনায় আজ ঠাণ্ডা কম। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল, ১৪.৮ ডিগ্রি। আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭.২ ডিগ্রি। অর্থাৎ প্রায় তিন ডিগ্রি বাড়ল তাপমাত্রা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ থেকে ১৭ ডিগ্রির মধ্যে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা  থাকবে ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে সর্বোচ্চ জলীয় বাষ্পের পরিমাণ থাকবে সর্বাধিক ৯৪ শতাংশ। ন্যূনতম ৩৬ শতাংশ। অর্থাৎ শীতের টান থাকবে বাতাসে।

    রবিবার থেকে তিন দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জেলায়। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস। সোমবারেও বৃষ্টি হবে দার্জিলিং মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। দক্ষিণবঙ্গেও সোমবার বৃষ্টির সম্ভাবনা বীরভূম এবং মুর্শিদাবাদে। মঙ্গলবারেও হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়ে। রাজ্যের বাকি কোথাও বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

    ডিসেম্বর শেষ হতে চললেও এখনও পর্যন্ত সেভাবে কড়া শীতের দেখা মেলেনি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ২৪ ঘণ্টার মধ্যে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে উত্তর বঙ্গোপসাগরে। রাজ্যে উত্তুরে হাওয়া ঢোকার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে ওই ঘূর্ণাবর্ত। তার প্রভাবে বাতাসে বাড়ছে জলীয় বাষ্পের পরিমাণ।

    আরও পড়ুন, 
  • Link to this news (২৪ ঘন্টা)