• Primary TET: থাকবে চক-ডাস্টার! প্রাথমিকে ইন্টারভিউতে ক্লাস নিতে হবে চাকরিপ্রার্থীদের...
    ২৪ ঘন্টা | ২৬ ডিসেম্বর ২০২২
  • শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: কীভাবে পড়াবেন? প্রাথমিকে ইন্টারভিউতে এবার রীতিমতো ক্লাস নিতে হবে চাকরিপ্রার্থীদের! শুধু তাই নয়, প্রত্যেক পরীক্ষক যা নম্বর দেবেন, তা সরাসরি চলে যাবে পর্ষদের সার্ভারে। সঙ্গে ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফিও।

    বছর শেষে প্রাথমিকে শূন্যপদে ইন্টারভিউ। আগামিকাল, মঙ্গলবার প্রথম পর্যায়ে ইন্টারভিউ নেওয়া হবে ২০০ জন চাকরিপ্রার্থীদের। কীভাবে? পর্ষদ সূত্রের খবর, অ্যাপটিটিউড টেস্টে চক-ডাস্টার ব্যবহার করে চাকরিপ্রার্থীদের হাতে-কলমে দেখাতে হবে, তাঁরা পড়াতে পারেন কিনা। ঠিক যেভাবে ক্লাসে পড়াবেন, সেভাবেই দিতে হবে ইন্টারভিউ!  কেন? ইন্টারভিউতে ভালো নম্বর পেলেও অনেক শিক্ষকই নাকি ক্লাসে ঠিকমতো পড়াতে পারেন না! এমন অভিযোগ উঠেছে।. 

    স্রেফ অ্যাপটিটিউড টেস্ট নয়, প্রাথমিকে ইন্টারভিউতে আগের মতোই মৌখিক পরীক্ষাও হবে। কিন্তু খাতায় নয়, পরীক্ষকরা যা নম্বর দেবেন, তা চলে যাবে পর্ষদের সার্ভারে। যিনি পরীক্ষা নেবেন, তিনি নিজেই সার্ভার নম্বর আপলোড করবেন। এরপর তিনজন পরীক্ষকদের দেওয়া গড় নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে। পর্ষদের দাবি, খাতার বদলে নম্বর যদি সরাসরি সার্ভারে আপলোড করা হয়, সেক্ষেত্রে কারচুরি করার সুযোগ থাকবে না।

    আরও পড়ুন: 

    এর আগে, উচ্চ প্রাথমিকের পার্শ্বশিক্ষকদের প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ার অংশ নেওয়ার ছাড়পত্র দিয়েছিলেন হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কেন? সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে ডিভিশন বেঞ্চে মামলা করেছেন বেশ কয়েকজন পরীক্ষার্থী। তবে আপাতত নিয়োগ প্রক্রিয়ার হস্তক্ষেপ করতে রাজি নয় আদালত। পার্শ্বশিক্ষক নিয়োগ মামলায় রাজ্যের কাছে স্ট্যাটাস রিপোর্ট তলব করেছে বিচারপতি জয় সেনগুপ্তের ডিভিশন বেঞ্চ। কবে? ১০ জানুয়ারি।

     

     
  • Link to this news (২৪ ঘন্টা)