• TBSE 2020 Results: মাধ্যমিকের ফলপ্রকাশ তেসরা জুলাই
    হিন্দুস্তানটাইমস, 30 June 2020
  • আগামী শুক্রবার প্রকাশিত হচ্ছে ত্রিপুরা বোর্ডের অন্তর্গত মাধ্যমিক পরীক্ষার ফলাফল। সকাল ৯ টার সময় ফলাফল প্রকাশিত হবে বলে জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।

    এবছর মোট ৩৯ হাজার পরীক্ষার্থী ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ (টিবিএসই)-র আওতায় দশম শ্রেণির পরীক্ষা দিয়েছে।

    নতুন সিলেবাসে মাধ্যমিক আগেই সম্পন্ন হয়েছিল। এই কারণে সেই ফলাফল ঘোষণা করে দিচ্ছে ত্রিপুরা সরকার। তবে কোভিড পরিস্থিতি ও সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারের অবস্থানের কথা মাথায় রেখে পুরনো সিলেবাসের মাধ্যমিকের বাকি পরীক্ষা, মাদ্রাসা আলিম ( নতুন ও পুরনো সিলেবাস), মাদ্রাসা ফাজিলের অবশিষ্ট পেপারগুলিও বাতিল করেছে।

    এগুলিতে মূল্যায়ন প্রক্রিয়া কী হবে, সেটা খুব জলদি টিবিএসই নির্ধারণ করবে বলেও জানান শিক্ষামন্ত্রী। জুন ৫ থেকে এই অবশিষ্ট পরীক্ষাগুলি হওয়ার কথা ছিল কিন্তু কোভিড পরিস্থিতির জন্য সেটা সম্ভব হয়নি।
  • Link to News (হিন্দুস্তানটাইমস)