• ভালো পারফরম্যান্সের পুরস্কার, শ্রীলঙ্কার বিরুদ্ধে T20 টিমে বাংলার মুকেশ
    হিন্দুস্তান টাইমস | ২৮ ডিসেম্বর ২০২২
  • কিছু দিন আগেই আইপিএলে ভালো দাম দল পেয়েছিলেন। কোচিতে আইপিএলের মিনি নিলামে তাঁকে সাড়ে পাঁচ কোটি দিয়ে কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। এই প্রথম বাংলার মুকেশ কুমার আইপিএলে খেলবেন।

    এ বার মুকেশের জন্য আরও বড় সুখবর এসেছে। আরও এক বার জাতীয় দলের দরজা খুলে গিয়েছে তাঁর জন্য। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দলে সুযোগ পেলেন বাংলার তারকা পেসার মুকেশ কুমার। ধারাবাহিক ভাবে ভালো পারফরম্যান্স করার পুরস্কার পেলেন তিনি। ভারতের ‘এ’ দলের হয়েও নজর কাড়েন মুকেশ। এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও সুযোগ পেয়েছিলেন মুকেশ কুমার।

    মুকেশের লড়াইটা কখনও-ই সহজ ছিল না। একটা সময়ে কলকাতা ময়দানেই ক্লাব পাননি। সেই বঙ্গ ক্রিকেটার মুকেশ কুমারের লড়াকু মানসিকতা এবং কঠোর পরিশ্রমই তাঁর স্বপ্পনপূরণের হাতিয়ার হয়েছে।

    কলকাতা ময়দানে খেলার সময় একটি ম্যাচ থেকে পেতেন ৫০০ টাকা। শহরের তালতলার এঁদো গলি থেকে উঠে এসে, এ বার স্বপ্নের রাজপ্রাসাদে ঠাঁই করে নিয়েছেন বাংলার এই তারকা পেসার। যদি টি-টোয়েন্টি ম্যাচে সুযোগ পান, নিজেকে উজাড় করে দিতে মরিয়া তিনি।

    এ দিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুলকে। দু’টি সিরিজের দলে রাখাই হয়নি ঋষভ পন্তকে। কেএল রাহুল নেই সংক্ষিপ্ত ফর্ম্যাটের টিমে। সম্ভবত বিয়ের জন্য টি-টোয়েন্টি সিরিজে ছুটি দেওয়া হয়েছে রাহুলকে। মূলত তরুণ ক্রিকেটারদের নিয়ে তৈরি করা হয়েছে ২০ ওভারের ক্রিকেটের দল।

    মঙ্গলবার একই সঙ্গে ঘোষণা করা হয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের সিরিজের দলও। এই দলেও রয়েছে চমক। ওডিআই-এ নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। কোহলিও ফিরছেন ওডিআই টিমে তবে কেএল রাহুল দলে থাকলেও সহ-অধিনায়ক করা হয়েছে হার্দিককে। ভারতীয় দলকে আগামী দিনে যে হার্দিকই নেতৃত্ব দেবেন, সেই ইঙ্গিতই সম্ভবত দিল বিসিসিআই। এ দিকে টি-টোয়েন্টি সিরিজের দলে সহ-অধিনায়ক করা হয়েছে দুরন্ত ছন্দে থাকা সূর্যকুমার যাদবকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর চোট সারিয়ে ফের জাতীয় দলে প্রত্যাবর্তন হল মহম্মদ শামির। তিনি ওডিআই দলে রয়েছেন।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)