• টানা তুষারঝড়ে আমেরিকায় মৃতের সংখ্যা বেড়ে ৬০, বাতিল বহু উড়ান
    বর্তমান | ২৮ ডিসেম্বর ২০২২
  • নিউ ইয়র্ক: টানা তুষারঝড়ে কার্যত বিধ্বস্ত উত্তর আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল। মোটা বরফের চাদরের নীচে (কোথাও ৮, কোথাও ১০ ফুট) ঢাকা পড়েছে রাস্তাঘাট, গাড়ি। একাধিক জায়গায় এখনও বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থাও।১৩ হাজারের বেশি উড়ান বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। জানা গিয়েছে, প্রবল ঠান্ডা ও তুষার ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬০। এর মধ্যে শুধু নিউ ইয়র্কেই ২৭ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা নিউ ইয়র্কের বাফেলোর শহরের। গাড়ির মধ্যে থেকে এবং রাস্তায় জমা বরফের চাদরের নীচ থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে। আটক বাসিন্দারা যাতে চিকিৎসার জন্য বাড়ি থেকে বেরতে পারেন, তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের তরফে সোমবার রাস্তা থেকে বরফ সরানোর উদ্যোগ নেওয়া হয়। বরফের পুরু স্তরের নীচ থেকে গাড়ি, বাস, অ্যাম্বুলেন্স, টো ট্রাক উদ্ধার হয়েছে। জরুরি পরিস্থিতিতে হাই-লিফট ট্র্যাক্টরের মাধ্যমে স্থানীয়দের নিকটবর্তী হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে প্রশাসন। দীর্ঘদিন পর সোমবার কয়েকটি মুদির দোকান খোলা হয়। বরফের ‘সমুদ্র’ ঠেলে সেই দোকানে পৌঁছতে স্থানীয়দের ১ মাইলেরও (১.৬ কিলোমিটার) বেশি পথ হাঁটতে হয়েছে। আমেরিকার ‘ন্যাশনাল ওয়েদার সার্ভিস’ পশ্চিম নিউ ইয়র্কের কিছু এলাকায় আরও ৯ ইঞ্চি (২৩ সেন্টিমিটার) তুষারপাতের পূর্বাভাস দিয়েছে । নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হচুল তাঁর নিজের শহর বাফেলোর পরিস্থিতি ঘুরে দেখেছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, হচুলের সঙ্গে তাঁর টেলিফোনে কথা হয়েছে। এমনিতেই আমেরিকার একাধিক জায়গায় তাপমাত্রা হিমাঙ্কের অনেক অনেক নীচে নেমে গিয়েছে। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা, পারদ আরও নামতে পারে। ‘ফ্রস্ট বাইট’-এর প্রভাব এড়াতে খুব প্রয়োজন ছাড়া বাসিন্দাদের এখনও বাড়ির বাইরে না বেরনোর নির্দেশ বহাল রয়েছে। 
  • Link to this news (বর্তমান)