• ইরানের ফুটবলার আলি দায়ির স্ত্রী ও কন্যাকে বিমান থেকে নামাল পুলিস
    বর্তমান | ২৮ ডিসেম্বর ২০২২
  • তেহরান: হিজাব বিরোধী আন্দোলনকে সমর্থন করে সরকারের কোপে পড়লেন ইরানের কিংবদন্তি ফুটবলার আলি দায়ি। দেশ ছাড়তে দেওয়া হল না তাঁর স্ত্রী ও কন্যাকে। তেহরান-দুবাইগামী বিমান থেকে নামিয়ে নেওয়া হল তাঁদের। আলি জানিয়েছেন, তাঁর সঙ্গে ছুটি কাটাতে সোমবার তেহরান থেকে দুবাই আসতে চেয়েছিলেন স্ত্রী ও কন্যা। কিন্তু আচমকাই বিমানের অভিমুখ পরিবর্তন করে ইরান উপসাগরের কিশ দ্বীপে অবতরণ করে। বিমান থেকে তড়িঘড়ি তাঁর স্ত্রী ও কন্যাকে নামিয়ে নেয় পুলিস। এরপর বিমানটি গন্তব্যে রওনা দেয়। তবে কেন তাঁদের নামিয়ে নেওয়া হল তার স্পষ্ট জবাব দেয়নি পুলিস। সংবাদমাধ্যম সূত্রের খবর, ফুটবলারের স্ত্রী ও কন্যার পাসপোর্ট বাজেয়াপ্ত করে তাঁদের দেশ ছাড়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইরান প্রশাসন। হিজাব বিরোধী আন্দোলনে সমর্থন করায় এর আগে তেহরানে  দায়ির একটি সোনার দোকান ও রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়েছিল। ১৯৯৩ সালে আন্তর্জাতিক ফুটবলে পা রাখেন দায়ি। দেশের হয়ে সর্বশেষ বিশ্বকাপ খেলেন ২০০৬ সালে। ১৩ বছরের ফুটবল কেরিয়ারে ১৪৯ ম্যাচে ১০৯টি গোল করেছেন তিনি। একসময় তিনিই ছিলেন কোনও দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচের সর্বাধিক গোলদাতা। সেই রেকর্ড ভাঙেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
  • Link to this news (বর্তমান)