• পঞ্চায়েত প্রধানের জমিতে গাঁজা চাষের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য
    বর্তমান | ৩০ ডিসেম্বর ২০২২
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: বনগাঁর গোপালনগরের দিঘারি গ্রাম পঞ্চায়েতের প্রধানের জমিতে গাঁজা চাষের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় গ্রামবাসীরা থানায় অভিযোগ জানিয়েছেন। যদিও প্রধান সাফাই দিয়ে বলেছেন, তিনি ওই জমি লিজে দিয়েছেন। সেখানে কী চাষ হচ্ছে, তা তিনি জানেন না। গোপালনগর থানার পুলিস জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। 

    পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপালনগর থানা এলাকায় এর আগেও এক ব্যক্তির জমিতে গাঁজা চাষের ঘটনা ঘটেছিল। পুলিস বিষয়টি জানার পর ওই খেত আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল। কিন্তু তারপরও চোরাগোপ্তা গাঁজা চাষ হয়। এবার গোপালনগর থানার দিঘারি গ্রাম পঞ্চায়েতের প্রধানের জমিতেই গাঁজা চাষের অভিযোগ উঠল। স্থানীয়দের অভিযোগ, গ্রামের বাসিন্দা ও পুলিসের নজরদারি এড়াতে কালো রঙের ত্রিপল দিয়ে জমি ঘিরে গাঁজা চাষ করা হচ্ছে। সেখানে নেশাড়ুরা আসে বলে অভিযোগ। গ্রাম পঞ্চায়েত প্রধান অচিন্ত্য সরকার বলেন, ওই জমি লিজে দেওয়া আছে। যিনি লিজ নিয়েছেন, তিনি সেখানে কী চাষ করেছেন, তা আমি জানি না। পঞ্চায়েতের কাজকর্ম করার পর লিজ দেওয়া জমিতে কী চাষাবাদ হয়, অত খোঁজখবর নিতে পারি না। বিষয়টি জানার পর লিজ নেওয়া ব্যক্তিকে বকাবকি করেছি। তাকে গাঁজা গাছ কেটে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)