• Sandeep Singh Hockey : যৌন নিগ্রহ বিতর্ক, দায়িত্ব ছাড়লেন অলিম্পিয়ান-মন্ত্রী সন্দীপ সিং
    এই সময় | ০১ জানুয়ারি ২০২৩
  • মহিলা কোচের যৌন নিগ্রহের অভিযোগ! বিতর্কের মুখে হরিয়ানার ক্রীড়া দফতরের দায়িত্ব ছাড়লেন হরিয়ানার মন্ত্রী সন্দীপ সিং (Haryana Sports Minister Sandeep Singh)। স ন্দীপের বিরুদ্ধে অফিসে ডেকে শ্লীলতাহানি-যৌন নিগ্রহের অভিযোগ তোলেন জুনিয়র অ্যাথলেটিক্সের এক কোচ। BJP-র মন্ত্রী সন্দীপের বিরুদ্ধে চণ্ডীগড়ে দায়ের হয় FIR। এরপরেই রবিবার আপাতত তাঁর হাতে থাকা ক্রীড়া দফতরের দায়িত্ব হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরকে (Haryana Chief Minister Manohar Lal Khattar) ফিরিয়ে দেওয়ার ঘোষণা প্রাক্তন অলিম্পিয়ানের। ওই মহিলা কোচের আনা সব অভিযোগই অবশ্য অস্বীকার করেছেন সন্দীপ। রবিবার সংবাদ সংস্থাকে সন্দীপ জানান, "তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। মহিলা কোচের আনা অভিযোগ মিথ্যা। এউই নিয়ে তদন্ত চলছে। নৈতিকতার খাতিরে তদন্ত চলাকালীন ক্রীড়া দফতর মুখ্যমন্ত্রীকে ফিরিয়ে দিচ্ছি। পরবর্তী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীই নেবেন।"

    অভিযুক্ত সন্দীপ, সরব বিরোধীরা

    অভিযোগকারী মহিলার দাবি, সার্টিফিকেটের বিষয় কথা বলতে মন্ত্রীর বাড়ি কাম অফিসে গিয়ে হেনস্থার মুখে পড়েন তিনি। সন্দীপ আপত্তিজনক ভাবে তাঁর গায়ে হাত দেন বলে অভিযোগ তুলেছেন অভিযোগকারী। এখানেই শেষ নয় তাঁকে খুশি করলে, ওই কোচকেও সুখে রাখবেন -এমন কথাও ওই মহিলাকে বলেন র ক্রীড়ামন্ত্রী। জুনিয়র অ্যাথলিটদের ওই কোচের অভিযোগ ঘটনার দিন , তাঁর টি-শার্টও ছিড়ে দেন প্রাক্তন অলিম্পিয়ান। চিৎকার করলেও সন্দীপের অফিসের কোনও কর্মী তাঁকে সাহায্য করেননি। বিরোধী দল INLD-র দফতরে সাংবাদিক সম্মেলন করে সন্দীপের বিরুদ্ধে সুর চড়ান অভিযোগকারী কোচ।

    প্রাক্তন হকি খেলোয়াড়, মন্ত্রী সন্দীপ সিংয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ হাতিয়ার করে বিরোধী INLD (Indian National Lok Dal) এবং কংগ্রেস। এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন প্রবীণ নেতা এবং হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডাও। রবিবার সন্দীপের বিরুদ্ধে অভিযোগ নিয়ে র স্বরাষ্ট্র মন্ত্রী অনিল ভিজের সঙ্গে দেখা করেন অভিযোগকারী মহিলা। এই বিতর্কের মধ্যেই নৈতিকতার খাতিরে ক্রীড়া দফতরের দায়িত্ব ছাড়ার ঘোষণা সন্দীপ সিংয়ের।

    ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক সন্দীপ সিং ২০১৯ সালে হরিয়ানা বিধানসভা ভোটে -র হয়ে ভোটে লড়েন। কুরুক্ষেত্রের পেহোয়া থেকে জিতে হরিয়ানায় ক্রীড়া ও যুব কল্যাণ দফতররে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী হন তিনি।

    দেশের আরও খবরের জন্য। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন ।
  • Link to this news (এই সময়)