• বাংলার জন্য কিছু করুন, প্রতিষ্ঠা দিবসে তৃণমূল নেতা-কর্মীদের প্রতি আহ্বান দিলীপের
    হিন্দুস্তান টাইমস | ০১ জানুয়ারি ২০২৩
  • বাংলার জন্য কিছু করার চেষ্টা করুন, প্রতিষ্ঠা দিবসে তৃণমূলের নেতা-কর্মীদের প্রতি এমনই আহ্বান জানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। রবিবার সকালে নিউ টাউনের ইকো পার্কে মর্নিং ওয়াক সেরে একথা বলেন তিনি। সঙ্গে তাঁর প্রশ্ন, প্রতিষ্ঠাদিবসে মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেন তার কতটা বাস্তবায়িত হয়?

    এদিন দিলীপবাবু বলেন, ‘পার্টির লোকের জন্য বার্তা দেবেন, যে ঝগড়াঝাটি করবেন না। একসঙ্গে থাকুন। কাটমানি নেবেন না। কিংবা বাংলার লোকের জন্য বার্তা দেবেন। বার্তা তো সব সময় দেন। কিন্তু তার কতটা বাস্তবায়িত হয়? আমি TMC-র বন্ধুদের তাদের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আগামীবছর সত্যি সত্যি যেন বাংলার জন্য কিছু করেন সেই চেষ্টা করুন, সেই আবেদনও করব’।

    রবিবার ১ জানুয়ারি তৃণমূলের ২৫তম প্রতিষ্ঠা দিবস। এদিন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতাকর্মীদের উদ্দেশে বার্তা দিতে পারেন বলে মনে করা হচ্ছে। একের পর এক দুর্নীতিতে জর্জরিত দলের কর্মীদের মমতা কী বার্তা দেন সেদিকে নজর থাকবে সবার। সঙ্গে পঞ্চায়েত নির্বাচনের মুখে সাধারণ মানুষের জন্য তিনি কী বার্তা দেন সেব্যাপারেও কৌতুহল রয়েছে অনেকের।

     

     
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)