• বাঁকুড়ায় ধান বোঝাই লরি উলটে মৃত ৪, বছরের শুরুতেই মর্মান্তিক পথ দুর্ঘটনা
    হিন্দুস্তান টাইমস | ০২ জানুয়ারি ২০২৩
  • আবার মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল জেলায়। ২০২৩ সালের শুরুতেই বাঁকুড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটায় এলাকায় আলোড়ন পড়ে গিয়েছে। কারণ একটি ধান বোঝাই লরি উলটে গিয়ে একসঙ্গে চারজনের মৃত্যু হয়েছে। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানা এলাকার জন্তা মোড়ে এই মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে। ধান বোঝাই লরি উলটে গেলে তার নীচে পিষ্ট হয়ে চারজনের মৃত্যু হয়। শুধু তাই নয়, চলন্ত লরিটির সামনের চাকা ফেটে যাওয়াতেই এই পথ দুর্ঘটনা ঘটেছে।

    ঠিক কী ঘটেছে বাঁকুড়ায়?‌ স্থানীয় সূত্রের খবর, রবিবার রাতে তালডাংরার বিবড়দা থেকে একটি ধান বোঝাই লরি বিষ্ণুপুরের জয়কৃষ্ণপুর–পাত্রসায়ের রাস্তা ধরে বর্ধমানের দিকে যাচ্ছিল। তখন জন্তা মোড়ের কাছে লরির সামনের চাকা ফেটে যায়। আর তখনই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় লরিটি। ধানের বস্তার উপর বসে থাকা শ্রমিকদের ৬জন নীচে চাপা পড়ে যান। তার মধ্যে চারজন ঘটনাস্থলেই প্রাণ হারান। আর দু’‌জনের অবস্থা আশঙ্কাজনক।

    ঠিক কী তথ্য পেয়েছে পুলিশ?‌ পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম রটে মল্লিক, বুড়ো মল্লিক, সুরজিৎ মাণ্ডি এবং গফুর মির্জা। এঁদের প্রত্যেকের বাড়ি পূর্ব বর্ধমানের রায়না থানা এলাকার বহরমপুর গ্রামে। এই পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আজহার মির্জা এবং উজ্জ্বল মল্লিক নামে আরও দু’‌জন। ইংরেজি নববর্ষের শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনায় চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

    আর কী জানা যাচ্ছে?‌ এই পথ দুর্ঘটনার পর স্থানীয় থানার পুলিশকে খবর দেন বাসিন্দারা। আর স্থানীয়রা এগিয়ে এসে লরির নীচ থেকে ওই ৬জনকে উদ্ধার করে। ততক্ষণে পুলিশ এসে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যায় সকলকে। যদিও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা চারজনকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় দু’‌জন হাসাপাতালের চিকিৎসাধীন। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। তবে লরির চালক পলাতক। দুর্ঘটনায় আহত উজ্জ্বল মল্লিক সংবাদমাধ্যমে বলেন, ‘‌লরিতে করে ধান নিয়ে বর্ধমানের দিকে যাচ্ছিলাম। গাড়ির সামনের চাকা ফেটে গেলে লরিটি উলটে যায়। আমরা যাঁরা ওপরে বসেছিলাম, সবাই চাপা পড়ি। স্থানীয়রা আমাদের উদ্ধার করেছে।’‌
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)