• Mamata-Abhishek: ‘দিদিকে বলো’র পর 'দিদির সুরক্ষাকবচ', পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের নতুন কর্মসূচির সূচনা
    আজকাল | ০২ জানুয়ারি ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: পঞ্চায়েত ভোটের আগে আজ নজরুল মঞ্চে তৃণমূলের কর্মীসভা।

    সেখান উপস্থিত রয়েছেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতা-নেত্রীরা। আজকের বৈঠকের দিকে নজর ছিল সব পক্ষের। সেই বৈঠকের মঞ্চে বসেই একের পর এক চমক দিলেন তৃণমূল সুপ্রিমো। প্রকাশিত হল দলের নয়া কর্মসূচির নাম, লোগো। 

    'দুয়ারে সরকার', 'দিদিকে বলো'র পর আজ মমতা-অভিষেকের উপস্থিতিতে নজরুল মঞ্চে সূচনা হল দলের নতুন কর্মসূচি 'দিদির সুরক্ষাকবচ', প্রকাশিত হল তার লোগো। ১১ তারিখ থেকে এই প্রকল্পের বাস্তবায়ন হবে, চলবে আগামী ৬০ দিন। আজ তৃণমূল নেত্রী জানিয়েছেন, দুয়ারে সরকারের মতোই এই নতুন কর্মসূচি। সরকার সরকারের মতো কাজ করবে বলেও জানিয়েছেন তিনি। দুয়ারে সরকারের কাজ এখনও ২৫ শতাংশ বাকি বলেও জানান। দিদির সুরক্ষাকবচ প্রকল্পে সাড়ে তিন লক্ষ তৃণমূলের স্বেচ্ছাসেবক দিদির দূত হয়ে রাজ্যের সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাবে। সাধারণ মানুষের সুবিধা অসুবিধার কথা জানবেন তাঁরা, জানবেন ঠিক ভাবে সরকারি কর্মসূচি পৌঁছে যাচ্ছে কি না। আগামী দু' মাস রাজ্য স্তরের তৃণমূল নেতারা গ্রামে গিয়ে রাত্রিবাস করবেন, চলবে টানা জনসংযোগ মূলক কর্মসূচি। রাজ্য স্তরের নেতা নেত্রীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে ফিরে যাওয়ার পর, স্থানীয় নেতা নেত্রীরা খোঁজ খবর রাখবেন সাধারণ মানুষের সুবিধা অসুবিধার। প্লে স্টোরে থাকবে 'দিদির দূত' অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে ১৫ টি প্রকল্পের সুবিধা পৌঁছে যাবে সাধারণ মানুষের কাছে। 
  • Link to this news (আজকাল)