• Weather Update: পারদ ওঠানামা অব্যাহত কলকাতায়, তবে জেলায় জেলায় ঠান্ডার আমেজ
    আজকাল | ০২ জানুয়ারি ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: জানুয়ারির প্রথমদিন থেকেই জেলায় জেলায় কনকনে ঠান্ডার আমেজ।

    ডিসেম্বরে ঘূর্ণাবর্ত, নিম্নচাপের জেরে শীত অধরা থাকলেও, নতুন বছরের প্রথম দিন থেকেই জাঁকিয়ে ঠান্ডার আমেজ পেয়ে খুশি বঙ্গবাসী। তবে ব্যতিক্রম কলকাতা। শহরে এখনও পারদ ওঠানামা অব্যাহত। হালকা শীতের আমেজ রয়েছে। 

     

    রবিবারের তুলনায় সোমবার কলকাতায় পারদ নেমেছে কয়েক ডিগ্রি। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে কুয়াশা থাকলেও, বেলা গড়ালেই তা কেটে যাবে। মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। 

    কলকাতায় কনকনে ঠান্ডা না থাকলেও, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় শীতের ঝোড়ো ব্যাটিং শুরু হয়েছে। গতকাল দার্জিলিংয়ে পারদ নেমেছিল শূন্য ডিগ্রিতে। যদিও তুষারপাত হয়নি। রাজ্যের অন্যান্য জেলাতেও নিম্নমুখী পারদ। 
  • Link to this news (আজকাল)