• দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ অস্ট্রেলিয়ায়, মৃত চার
    বর্তমান | ০৩ জানুয়ারি ২০২৩
  • সিডনি: মাঝ আকাশে দু’টি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ। তার জেরেই প্রাণ হারালেন চারজন। আহত আরও ৯। আহতদের মধ্যে এক মহিলা ও দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট সমুদ্র সৈকতে। সংঘর্ষের পর একটি হেলিকপ্টার প্রায় অক্ষত অবস্থায় অবতরণ করতে পারলেও অন্যটি ভেঙে চুরমার হয়ে যায়। ঘটনার একাধিক ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়ার ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন কুইন্সল্যান্ড প্রদেশের প্রধান আনাস্তাসিয়া পালাসজুক। তিনি বলেন, ‘দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারকে সমবেদনা জানাই।’ অস্ট্রেলিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র গোল্ড কোস্ট সমুদ্র সৈকতে অবস্থিত সি ওয়ার্ল্ড থিম পার্ক। গরমে ছুটি কাটাতে এখানে ভিড় জমান পর্যটকরা। এদিনও সমুদ্রের ধারে ছিল পর্যটকদের ভিড়। কুইন্সল্যান্ডের পুলিস জানিয়েছে, ঘটনার সময় একটি হেলিকপ্টার সবেমাত্র আকাশে উড়েছিল। অন্যদিকে দ্বিতীয়টি অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় পর্যটকদের চোখের সামনেই মাঝ আকাশে দু’টির সংঘর্ষ হয়।
  • Link to this news (বর্তমান)