• Joka Taratala Metro : বেহালার দুই ভূমিপুত্রের হাতেই শুভযাত্রা মেট্রোর
    এই সময় | ০৩ জানুয়ারি ২০২৩
  • এই সময়: জোকা-তারাতলা মেট্রোয় প্রথম দিনেই চড়লেন পাঁচ হাজার যাত্রী। আর তাঁদের সারা দিনের যাত্রার দায়িত্বে ছিলেন বেহালারই দুই বাসিন্দা। এত দিন তাঁরা দু'জনে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রোর মোটরম্যান কিংবা চালকের দায়িত্ব পালন করেছেন। সোমবার থেকে তাঁদের নতুন দায়িত্ব পড়েছে জোকা-তারাতলা রুটে। তাঁদের এক জন বেহালার শীলপাড়ার বাসিন্দা দীপক বন্দ্যোপাধ্যায় এবং অন্য জন বেহালার সেনহাটির বাসিন্দা মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়। নতুন রুটের নতুন কাজের দায়িত্ব পেয়ে তাঁরা খুবই খুশি।

    দীপকের কথায়, 'একটি নতুন প্রকল্পের সূচনা আমার হাত দিয়ে হয়েছে, সেটা ভেবেই ভালো লাগছে।' মৃত্যুঞ্জয় বলেন, 'চাকরি করতে এসে এমন সুযোগ মিলতে পারে, এটাই কোনও দিন ভাবিনি।' দু'জনেই জানান, বেহালার বাসিন্দা হিসেবে এই পথ নির্মাণের জন্য তাঁরাও কষ্ট সহ্য করেছেন ১২ বছর ধরে। তাই জোকা-তারাতলা মেট্রো রুট নিয়ে তাঁদেরও একটা আবেগ রয়েছে। শুক্রবার মেট্রোরেলের তরফে মুখপাত্র রূপায়ণ মিত্র বলেন, 'জোকা-তারাতলা রুটে আপাতত সকাল দশটা থেকে, সন্ধ্যা পৌনে ছ'টা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু থাকবে। প্রথম দিন নির্বিঘ্নেই পরিষেবা দেওয়া হয়েছে।'
  • Link to this news (এই সময়)