• Covid Update In India : ছয় দেশ ছুঁলেই কোভিড নেগেটিভ সার্টিফিকেট চাই
    এই সময় | ০৩ জানুয়ারি ২০২৩
  • এই সময়: চিন্তা বাড়াচ্ছে পূর্ব এশিয়ার ছ'টি দেশ। আশঙ্কা, সেখান থেকেই আচমকা আমদানি হতে পারে ওমিক্রনের বিএফ.৭ সাব-ভ্যারিয়েন্টের। তাই চিন, সিঙ্গাপুর, হংকং, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড আর জাপান থেকে আসা যাত্রীদের আরটি-পিসিআর নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে, এই নিয়ম ক'দিন আগেই চালু করেছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তবে সেটাই যথেষ্ট নয় বলেই এখন মনে করছে কেন্দ্র। সে জন্য সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক নতুন নির্দেশিকা দিয়ে জানিয়েছে, পৃথিবীর যে কোনও প্রান্ত থেকে আগত যাত্রী, যাঁরা এই ছ'টি দেশ ট্রানজিট উড়ান মারফতও ছুঁয়ে আসবেন, তাঁদেরও ভারতের কোনও বিমানবন্দরে নামতে হলে, আরটি-পিসিআর নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে। এর পরেও ২% যাত্রীর র‍্যান্ডম টেস্ট হবে।

    একটা সময় ছিল যখন উড়ানে ওঠার আগে দেশীয় ও আন্তর্জাতিক-সব ধরনের যাত্রীকেই আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট সঙ্গে রাখতে হতো অথবা জমা করতে হতো এয়ার-সুবিধা পোর্টালে। তবে অতিমারীর প্রকোপ কমে যাওয়ায় সেই নিয়ম উঠে যায়। কিন্তু এখন ওমিক্রনের বিএফ.৭ উপ-প্রজাতির দাপাদাপি শুরু হয়েছে চিন, জাপান-সহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে। তাই সেই সব দেশ থেকে আগত যাত্রীদের তো বটেই, ওই সব দেশ ট্রানজিট উড়ানে ছুঁয়ে আসা যাত্রীদের জন্যও একই নিয়ম সোমবার থেকে জারি করেছে স্বাস্থ্য মন্ত্রক। এই মর্মে এদিন অসামরিক বিমান চলাচল মন্ত্রকের সচিব রাজীব বনশলকে একটি চিঠিও দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব লব আগরওয়াল। তবে শুধু সার্টিফিকেট থাকলেই হবে না। এর পরেও র‍্যান্ডম আরটি-পিসিআর টেস্ট হবে ভারতীয় বিমানবন্দরে অবতরণ করা ২% যাত্রীর।
  • Link to this news (এই সময়)