• Records: পৌনে তিন বছর বয়সেই দু’‌দুটি রেকর্ড ছোট্ট অধিষ্ঠাত্রীর
    আজকাল | ০৩ জানুয়ারি ২০২৩
  • মিল্টন সেন, হুগলি:‌ যা শোনে কিছুই ভোলে না।

    বয়স মাত্র ২ বছর ৮ মাস। মুখে পরিষ্কার কথা ফোটেনি। তবু মুখে অনর্গল কথা। দিন রাত খেলার ছলে মায়ের থেকে যা শোনে সব মনে রাখে। প্রখর স্মৃতি শক্তির জেরেই একাধিক রেকর্ড অর্জন করে ফেলেছে চুঁচুড়া দত্ত বাগানের বাসিন্দা ছোট্ট অধিষ্ঠাত্রী বিশ্বাস। ইতিমধ্যেই একাধিক রেকর্ড তাঁর ঝুলিতে। দু’‌মিনিটের মধ্যে ২৬টি গাড়ির নাম অনায়াসেই বলে দেওয়া। সবথেকে কম সময়ে ২৬টি আলফাবেট অনর্গল বলতে পারা। জেনারেল নলেজ তার মুখে লেগে রয়েছে। মুহূর্তের মধ্যে একশটি জিকের উত্তর বলতে পারা ইত্যাদি গুণের কারণে গত নভেম্বর মাসে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস এ নাম উঠেছে তাঁর। দু’‌বছর বয়সে অর্জন করেছে ইন্ডিয়াস রেকর্ডস। অধিষ্ঠাত্রীর মা–বাবা দু’‌জনেই শিক্ষকতা করেন। এখনও স্কুলে ভর্তি হয়নি সে। তাই খেলার ছলে মা–বাবার থেকে বিভিন্ন বাইক ও চারচাকা গাড়ির কোম্পানির নাম, প্রাণী ও গাছের বিজ্ঞানসম্মত নাম সহ একাধিক জিনিস শিখে নিয়েছে অধিষ্ঠাত্রী। একশ জেনারেল নলেজের উত্তর দিতে পারে কয়েক মিনিটে। মা রাজকুমারী বিশ্বাস বলেন, সারাদিন খেলার ছলে মেয়েকে শেখানোর চেষ্টা করেন। বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে বলেন, সেই থেকেই মনে রাখার চেষ্টা করে সে। তিনি মনে করেন শব্দের প্রতি ভালবাসা থেকেই ওর কথা বলা এবং বিভিন্ন বিষয়ে পারদর্শী হয়ে ওঠা। মেয়ের কীর্তি ভিডিওর মাধ্যমে রেকর্ড করে এই সংস্থাগুলির কাছে পাঠিয়েছিলেন। তারপরেই পুরস্কার পায় মেয়ে।

     
  • Link to this news (আজকাল)