• ‘বাংলায় বুলডোজার ঢুকল বলে’, বেনজির হুমকিতে শোরগোল ফেললেন শুভেন্দু
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৩ জানুয়ারি ২০২৩
  • এবার বুলডোজার হুমকি দিয়ে শোরগোল ফেলে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার মালদহের গাজোলে দলীয় সভায় রাজ্যের শাসকদলকে আক্রমণ করতে গিয়ে বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার প্রসঙ্গ টেনে আনেন বিজেপি নেতা। তৃণমূলকে পাথর ছোড়া পার্টি বলেও কটাক্ষ করেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।

    উত্তর প্রদেশে বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার ‘দাওয়াই’ দিচ্ছে যোগী আদিত্যনাথের সরকার। যা নিয়ে তুমুল বিতর্কের জল সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। এবার উত্তর প্রদেশের সেই বুলডোজার পলিসি বাংলায় আনার হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরই পাশাপাশি বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া নিয়েও তৃণমূলকে নিশানা করেছেন শুভেন্দু।

    সোমবার নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া ফেরার পথে মালদহের কুমারগঞ্জ স্টেশনের কাছে বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়া হয়। যা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। বিকেল ৫.১০ মিনিট নাগাদ বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া হয়। ক্ষতিগ্রস্ত হয় সি-১৩ কামরা। ট্রেনের কামরার কাচ ভেঙে যায়। বন্দে ভারতে এই পাথর ছোড়ার ঘটনায় ঘোর উদ্বেগে রেল আধিকারিকরা। নির্ধারিত এই রুটেই সপ্তাহের ৬ দিন চলবে বন্দে ভারত এক্সপ্রেস। কে বা কারা হামলা চালিয়েছে তা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। বন্দে ভারতে পাথর ছোড়ার পিছনে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ বিরোধী দলনেতার।

    মঙ্গলবার মালদহের গাজোলে বিজেপির সভায় শুভেন্দু বলেন, ”এবার ডাবল ইঞ্জিন আসছে। বন্দে ভারত এক্সপ্রেসের পাথর ছোড়ার পার্টি এবার তোমেদর দিন ঘনিয়ে আসছে। বুলডোজার চলা শুরু হয় উত্তর প্রদেশ থেকে। অসম ও কোচবিহার হয়ে সেই বুলডোজার এরাজ্যে ঢুকল বলে।” এরই পাশাপাশি কেন্দ্রের স্বচ্ছ ভারত অভিযানের টাকা নিয়েও রাজ্য সরকারকে তুলোধনা করেছেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীর আরও অভিযোগ, কেন্দ্রের বরাদ্দ করা স্বচ্ছ ভারত অভিযানের টাকা অধিকাংশ জায়গাতেই পৌঁছয়নি।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)