• BCCI: ‌এবার লক্ষ্মণ জমানা শুরু হতে চলেছে টিম ইন্ডিয়ায়?‌ 
    আজকাল | ০৩ জানুয়ারি ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক:‌ টিম ইন্ডিয়ায় কোচ বদলের হাওয়া।

    বিসিসিআইয়ের অন্দরে কান পাতলে যা শোনা যাচ্ছে চলতি বছর অক্টোবর–নভেম্বরে দেশের মাটিতে হতে চলা ৫০ ওভারের বিশ্বকাপের পরই রোহিতদের কোচ বদলে যেতে পারে। রাহুলের বদলে কোচ হতে পারেন ভিভিএস লক্ষ্মণ। 
    এটা ঘটনা রাহুলের সঙ্গে ২০২৩ সালের নভেম্বর অবধি চুক্তি রয়েছে বিসিসিআইয়ের। এই মুহূর্তে যা পরিস্থিতি তা বাড়ানো হয়ত হবে না। কারণ এশিয়া কাপে ভারত মুখ থুবড়ে পড়েছিল। টি২০ বিশ্বকাপেও সেমিফাইনালে বিদায়। তাই কোচ দ্রাবিড়কে এখনও অবধি ব্যর্থই বলতে হবে। এর মধ্যে রবিবার মুম্বইয়ে দলের পারফরম্যান্স রিভিউ বৈঠকে বসেছিলেন বোর্ড কর্তারা। ছিলেন কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মা। বৈঠকে একাধিক সিদ্ধান্ত যেমন নেওয়া হয়েছে। তেমনই শোনা যাচ্ছে, পরিকল্পনা মাফিক এগোলে দ্রাবিড়ের চুক্তির মেয়াদ আর বাড়ানো হবে না। তাঁর উত্তরসূরি হিসেবে দায়িত্ব পেতে পারেন ভিভিএস লক্ষ্মণ। যিনি বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চেয়ারম্যান। এছাড়া বৈঠকে টি২০ দলের জন্য নয়া কোচ রাখার বিষয় নিয়েও আলোচনা হয়েছে। আর তা হলে সেক্ষেত্রে লক্ষ্মণই এগিয়ে আছেন। 
    এটা ঘটনা ইতিমধ্যেই একাধিকবার টিম ইন্ডিয়ার কোচের দায়িত্ব সামলেছেন লক্ষ্মণ। সফলও হয়েছেন। তাই নভেম্বরের পর স্থায়ী কোচ হিসেবে লক্ষ্মণই আসতে পারেন। 
  • Link to this news (আজকাল)