• Russian:‌ ফের রুশ নাগরিকের দেহ উদ্ধার, ওড়িশায় গত ১৫ দিনে মৃত তিন রুশ নাগরিক
    আজকাল | ০৩ জানুয়ারি ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ওড়িশায় আরও এক রুশ নাগরিকের দেহ উদ্ধার।

    মঙ্গলবার দেহটি উদ্ধার করা হয়। ১৫ দিনের মধ্যে এই নিয়ে ওড়িশায় তিনজন রুশ নাগরিকের অস্বাভাবিক মৃত্যু হল। জানা গেছে, জগৎসিংপুর জেলার পারাদ্বীপ বন্দরে নোঙর করা একটি জাহাজ থেকে ওই রুশ নাগরিকের দেহ উদ্ধার হয়। নিহত রুশ নাগরিকের নাম মিলিয়াকভ সের্গেই (৫১)। ‘এম বি আলডনাহ’ জাহাজের মুখ্য ইঞ্জিনিয়ার ছিলেন মিলিয়াকভ। জাহাজটি বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে পারাদ্বীপ হয়ে মুম্বই যাচ্ছিল। মঙ্গলবার ভোর সাড়ে ৪টে নাগাদ জাহাজের একটি রুমে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর কারণ নিয়ে পুলিশ এখনও ধোঁয়াশায়। পারাদ্বীপ পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান পিএল হরানন্দ ওই রুশ ইঞ্জিনিয়ারের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি। 
    গত বছর ডিসেম্বরের শেষদিকে ওড়িশার রায়গড়া শহরে একটি হোটেলের তিন তলা থেকে পড়ে মৃত্যু হয় রাশিয়ার রাজনৈতিক নেতা পাভেল আন্তভ (৬৫)–এর। এই ঘটনার দু’‌দিন আগে পাভেলের বন্ধু ভ্লাদিমির বিদেনভ (৬১)–এর দেহ উদ্ধার হয়েছিল হোটেলের ঘর থেকে। ওই দুই ঘটনারও তদন্ত চলছে। এর মধ্যেই আরও এক রুশ নাগরিকের মৃত্যু হল। 
  • Link to this news (আজকাল)