• Panchayat Election: পঞ্চায়েত ভোট বয়কটের ডাক মুর্শিদাবাদের বালিয়া গ্রাম পঞ্চায়েতে‌
    আজকাল | ০৩ জানুয়ারি ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক:‌ গত ১১ বছরে গ্রামের রাস্তা একবারও সংস্কার না হওয়ায় আসন্ন পঞ্চায়েত নির্বাচন বয়কটের ডাক দিলেন মুর্শিদাবাদের সাগরদিঘী ব্লকের বালিয়া গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামের বাসিন্দারা।

    গ্রামবাসীরা দাবি তুলেছেন, বর্ষাকালের আগে প্রশাসনের তরফে গ্রামের সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তা মেরামত করে দিতে হবে। নইলে ওই এলাকার প্রায় ১০ হাজার বাসিন্দা পঞ্চায়েত নির্বাচনে ভোটদানে বিরত থাকবেন। ২০১২ সালে মুর্শিদাবাদ জেলা পরিষদের উদ্যোগে বালিয়া গ্রাম পঞ্চায়েতের ছামুগ্রাম–শশীতলা থেকে কালিয়াডাঙ্গা পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার একটি পাকা রাস্তা তৈরি করা হয়। বংশিয়া, কলোনি, আদিবাসী পাড়া, ডাঙ্গাপাড়া গ্রামের কয়েক হাজার বাসিন্দা প্রতিদিন এই রাস্তা দিয়েই সাগরদিঘী যান। গ্রামবাসীদের অভিযোগ, রাস্তা নির্মাণের পর একবারও তা মেরামত করেনি প্রশাসন। বহু আবেদন–নিবেদনে কাজ না হওয়ায় আন্দোলনের পথে নেমেছেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের ভোট বয়কটের ডাকে সাড়া দিয়েছেন স্থানীয় তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্য অপূর্ব হাজরা। তাঁর কথায়, ‘প্রশাসন যদি রাস্তা মেরামত না করে, তাহলে আমিও ভোট বয়কট করব।’‌  স্থানীয়দের কথায়, বেহাল রাস্তার জন্য এলাকায় কোনও অ্যাম্বুল্যান্স ঢুকতে চায় না। এমনকী গ্রামবাসীরা জানিয়েছেন, খারাপ রাস্তার জন্য সম্প্রতি এলাকার দুটি পরিবারের বিয়েও ভেঙে গেছে। স্কুলে যেতে সমস্যা হয় পড়ুয়াদের। বালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান কেতাবউদ্দিন শেখ বলেন, ‘‌রাস্তা মেরামত নিয়ে হাইকোর্টে একটি মামলা চলছে। সেকারণেই রাস্তা মেরামতে দেরি হচ্ছে। প্রশাসনের আধিকারিকরা বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল।’‌ 
  • Link to this news (আজকাল)