• প্রযুক্তিগত ত্রুটির কারণে দিল্লি ফিরল ফুকেতগামী বিমান
    বর্তমান | ০৩ জানুয়ারি ২০২৩
  • নয়াদিল্লি: উড়ান শুরুর কিছুক্ষণ পরই যান্ত্রিক ত্রুটি! তার জেরে ফের দিল্লি বিমানবন্দরে ফিরে আসতে হল যাত্রীবাহী বিমানকে। ঘটনাটি ঘটেছে, আজ সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। জানা গিয়েছে, আজ মঙ্গলবার সকাল ৬টা ৪১ মিনিটে থাইল্যান্ডের ফুকেতের উদ্দেশে রওনা দেয় একটি বেসরকারি সংস্থার বিমান। কিন্তু কিছুক্ষণ বাদেই আকাশপথে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয় বিমানটিতে। সেই কারণে বাধ্য হয়ে সেটিকে আবার ঘুরিয়ে নেন পাইলট। দিল্লি বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে কথা বলে সেটিকে সকাল ৭টা নাগাদ জরুরি অবতরণ করানোর ব্যবস্থা করানো হয়। যদিও বিমানের সকল যাত্রীই সেই সময় অক্ষত ছিলেন। সূত্রের খবর, বিমানটির কিছু যন্ত্রাংশে আচমকা ত্রুটি দেখা দেওয়ায় একাধিক ওয়ার্নিং সাইন চালু হয়ে যায়। তখনই পাইলট বিমানটিকে ফেরানোর সিদ্ধান্ত নেন। পরে একটি বিকল্প বিমানের ব্যবস্থা করে যাত্রীদের ফুকেতের উদ্দেশে রওনা করা হয়।
  • Link to this news (বর্তমান)