• আলিপুর জজ কোর্টে পুলিস হেফাজত থেকে পালাল বন্দি, ব্যাপক শোরগোল
    বর্তমান | ২৫ জানুয়ারি ২০২৩
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার বিকেলে আলিপুর জজ কোর্ট থেকে এক বিচারাধীন বন্দি চম্পট দেয়। ওই বন্দির নাম নিজাম ঢালি। তার বিরুদ্ধে ডাকাতির চেষ্টার একটি মামলার শুনানি চলছিল। এই ঘটনায় আলিপুর আদালত জুড়ে ব্যাপক শোরগোল সৃষ্টি হয়। কলকাতা পুলিস ঘটনার তদন্তে নামে। তবে রাত পর্যন্ত ওই অভিযুক্তের কোনও খোঁজ মেলেনি।

    দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার ওই মামলায় এদিন অন্যান্য অভিযুক্তের সঙ্গে নিজামকেও আনা হয় অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকের একটি এজলাসে। সেখানে মামলার শুনানি শেষে এজলাস থেকে লকআপে নিয়ে যাওয়ার পথে ওই বন্দি আচমকা পুলিসের হাত ছাড়িয়ে পালিয়ে যায়। শুরু হয় চিৎকার, চেঁচামেচি। তারই মধ্যে ওই বন্দি জজ কোর্ট থেকে পুলিসের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে আসে আলিপুর থানার পুলিস। তারা আদালত চত্বরের বিভিন্ন স্থান ঘুরে দেখে। ওই বন্দি জজ কোর্টের পিছনের গেট দিয়ে পালিয়ে কোনও বাসে অথবা যানবাহনে উঠে চম্পট দিয়েছে কি না পুলিস তা খতিয়ে দেখছে। পাশাপাশি কোনও শাগরেদ তাকে মোটরবাইকে নিয়ে পালিয়ে গিয়েছে কি না, তাও দেখা হচ্ছে। এই ঘটনায় আলিপুর থানায় একটি বন্দি পলায়নের মামলা দায়ের করা হয়েছে বলে পুলিস সূত্রে খবর। এদিকে, বছর কয়েক আগে এই জজ কোর্ট চত্বরেই পুলিসের গাড়ি থেকে নামার সময় এক বন্দি নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিসকর্মীদের চোখে লঙ্কার গুড়ো ছিটিয়ে চম্পট দিয়েছিল। পরে অনেক কাঠখড় পুড়িয়ে তাকে পাকড়াও করা হয়। ফের একই আদালত থেকে 

    এদিন বন্দি পালানোয় পুলিসের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন।
  • Link to this news (বর্তমান)