• ক্রিকেট মহিলা স্পর্শে আইপিএলে লোগোই বদলে গেল কোহলির বেঙ্গালুরুর
    আনন্দবাজার | ২৬ জানুয়ারি ২০২৩
  • মহিলাদের আইপিএলে ফ্র্যাঞ্চাইজ়ি পাওয়ার পর দলের লোগোই বদলে ফেলল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মহিলাদের আইপিএলেও বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজ়ির মালিকানা পেয়েছে তারা।

    রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর স্পোর্টস প্রাইভেট লিমিটেড মহিলাদের আইপিএলে দল কিনেছে ৯০১ কোটি টাকায়। নিলামে তারা তৃতীয় সর্বোচ্চ দর দিয়েছিল। মহিলাদের আইপিএলের দল পেয়ে উচ্ছ্বসিত আরসিবি গোষ্ঠী। বদলে ফেলা হল ফ্র্যাঞ্চাইজ়ির লোগো। লাল রঙের উপর সোনালী রং দিয়ে আরসিবি লেখা হয়েছে। সি অক্ষরের নিচে রয়েছে মহিলাদের প্রতীক। নতুন লোগো প্রকাশ করে সমাজমাধ্যমে আরসিবি লিখেছে, ‘‘বাধা ভেঙে, ইতিহাস তৈরি করে, সাহসী খেলা! রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হল বেঙ্গালুরু মহিলা প্রিমিয়ার লিগ দলের গর্বিত মালিক।’’

    মহিলাদের আইপিএলে সব থেকে বেশি দামে দল কিনেছে আদানি স্পোর্টসলাইন প্রাইভেট লিমিটেড। ১২৮৯ কোটি টাকায় আমদাবাদের দল কিনেছে আদানি গোষ্ঠী। ইন্ডিয়াউইন স্পোর্টস প্রাইভেট লিমিটেড ৯১২ কোটি ৯৯ লক্ষ টাকায় কিনেছে মুম্বইয়ের ফ্র্যাঞ্চাইজ়ি। দিল্লির দল কিনেছে জেএসডব্লিউ জিএমআর ক্রিকেট। ৮১০ কোটি টাকায় দল কিনেছে তারা। ৭৫৭ কোটি টাকায়। কেপ্রি গ্লোবাল হোল্ডিংস কিনেছে লখনউয়ের দল।

    ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ নিলাম প্রক্রিয়া নিয়ে খুশি। তিনি টুইট করে জানিয়েছেন, মেয়েদের আইপিএলের নাম উইমেন্স প্রিমিয়ার লিগ। বিসিসিআই সচিব লেখেন, “মেয়েদের প্রতিযোগিতার নাম উইমেন্স প্রিমিয়ার লিগ রাখা হল। নতুন একটি যাত্রা শুরু হল। শুধু মেয়েদের ক্রিকেট নয়, পুরো ক্রীড়াজগৎকে বদলে দেবে মেয়েদের এই ক্রিকেট প্রতিযোগিতা।”

    পুরুষদের আইপিএলের সাতটি ফ্র্যাঞ্চাইজ়ি মহিলাদের টি-টোয়েন্টি প্রতিযোগিতায় দল কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিল। অংশ নিয়েছিল নিলামে। চেন্নাই সুপার কিংস, গুজরাত টাইটান্স এবং লখনউ সুপার জায়েন্টস কর্তৃপক্ষ আগ্রহ দেখায়নি। আরসিবি কর্তৃপক্ষও প্রথমে দল কেনার ব্যাপারে তেমন আগ্রহী ছিল না। শেষ বেলায় তারা দরপত্র জমা দেয়। তবু তৃতীয় সর্বোচ্চ দর দিয়ে পুরুষদের মতো মহিলাদের ফ্র্যাঞ্চাইজ়ি লিগেও বেঙ্গালুরুর হয়ে খেলবে তারা।

  • Link to this news (আনন্দবাজার)