• মরণোত্তর পদ্মবিভূষণ মুলায়মকে, সঙ্গে জাকিরও, পদ্মভূষণ পাচ্ছেন সুধা,পদ্মসম্মান ১০৬ জনকে ২৫ জানুয়ারি ২০২৩ ২৩:২৪
    আনন্দবাজার | ২৬ জানুয়ারি ২০২৩
  • মরণোত্তর পদ্মসম্মান পাচ্ছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিংহ যাদব, বাঙালি চিকিৎসক তথা ওআরএসের উদ্ভাবক দিলীপ মহলানবিশ এবং স্থপতি বালকৃষ্ণ দোশি। তাঁদের তিন জনকেই পদ্মবিভূষণে সম্মানিত করা হবে।

    বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবস। তার আগে প্রথা মেনে বুধবার এ বছরের পদ্মসম্মান প্রাপকদের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এ বছর মোট ১০৬ জনকে পদ্মসম্মান দেওয়া হচ্ছে, যার মধ্যে পদ্মবিভূষণ পাচ্ছেন ৬ জন। ৯ জন পাচ্ছেন পদ্মভূষণ সম্মান। পদ্মশ্রী দেওয়া হচ্ছে ৯১ জনকে।

    পদ্মবিভূষণ প্রাপকদের মধ্যে রয়েছে তবলিয়া জাকির হুসেন। পদ্মভূষণে সম্মানিত করা হচ্ছে লেখিকা তথা সমাজকর্মী সুধা মূর্তি (যিনি ইনফোসিস প্রধান নারায়ণ মূর্তির স্ত্রী) শিল্পপতি কুমারমঙ্গলম বিড়লাকে। অভিনেত্রী রবিনা টন্ডন।

  • Link to this news (আনন্দবাজার)