• বিধায়করা হিন্দু, তাই ‘লাভ জিহাদ’-এ হস্তক্ষেপ স্বাভাবিক, অকপট উপমুখ্যমন্ত্রী
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৬ জানুয়ারি ২০২৩
  • ‘লাভ জিহাদ’ ইস্যুতে হিন্দুত্ববাদীদের বিক্ষোভকে সমর্থন করলেন দেবেন্দ্র ফড়নবিশ। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই ‘লাভ জিহাদ’ শব্দটির উৎপত্তি মহারাষ্ট্রে নয়, বরং কেরলে। এই জিহাদ যেহেতু হিন্দুদের বিরুদ্ধে চলছে, তাই হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিবাদ, ‘সমাজের মধ্যে স্বাভাবিক প্রতিক্রিয়া’ বলেই তিনি জানিয়েছেন। হিন্দুত্ববাদীদের বিক্ষোভকে স্বীকৃতি দিয়ে তিনি বলেন, ‘এগুলো বিজেপির সমাবেশ নয়। এগুলো হিন্দু সমাজের সংগঠিত সমাবেশ। বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে এই ধরনের সমাবেশের আয়োজন করছে।’ নিজের বক্তব্যকে আরও প্রতিষ্ঠিত করতে ফড়নবিশ বলেন, ‘যে কেরলে এই লাভ জিহাদ শব্দটি তৈরি হয়েছে, সেখানে বিজেপি কোনওকালেই ক্ষমতায় ছিল না। কংগ্রেস ও কমিউনিস্ট দলগুলোই কেরল শাসন করেছে।’

    মহারাষ্ট্রের বিজেপি নেতা ও কর্মীদের ‘লাভ জিহাদ’ বিক্ষোভে যোগ দেওয়া ইস্যুতে ফড়নবিশ বলেন, ‘হ্যাঁ, কিছু সমাবেশে আমাদের দলের নেতা ও কর্মীরাও উপস্থিত ছিলেন। কারণ, তাঁরাও হিন্দু। হিন্দুদের যদি সমস্যা হয়, যদি হিন্দুদের জন্য সমাবেশের আয়োজন করা হয়, তবে হিন্দু নেতারা অংশগ্রহণ করবেন। আর, এটাই স্বাভাবিক। এটা তো বিজেপির কোনও এজেন্ডা নয়। এটা হিন্দুদের এজেন্ডা।’

    নিজের বক্তব্যের স্বপক্ষে যুক্তি খাড়া করে ফড়নবিশ ‘লাভ জিহাদ’-এর বিরুদ্ধে বিক্ষোভ সমর্থন করে বলেন, ‘লাভ জিহাদ বেশিরভাগ মানুষের কাছে মোটেও দূরের কোনও ঘটনা ছিল না।’ তিনি বলেন, ‘আমি বলছি না যে হিন্দু-মুসলমানের মধ্যে সব বিয়েতেই লাভ জিহাদের দৃষ্টিকোণ আছে। কিন্তু, এমন দলও আছে যারা সমাজে ধারাবাহিকভাবে লাভ জিহাদ ছড়াচ্ছে। আর, আপনি যখন এটা দেখবেন, তখন স্বাভাবিক ভাবেই আপনার মধ্যেও একটা প্রতিক্রিয়া হবে। আর, সেটাই স্বাভাবিক।’

    ফড়নবিশ যখন এই কথা বলছেন, সেই সময় মহারাষ্ট্রের মহিলা ও শিশু উন্নয়নমন্ত্রী মঙ্গলপ্রভাত লোধাও ‘লাভ জিহাদ’-এর বিরুদ্ধে সুর চড়িয়েছেন। হিন্দুত্ববাদী সংগঠনগুলো ‘লাভ জিহাদ’-এর বিরুদ্ধে রবিবার মিছিলের আয়োজন করেছে। শিবাজি পার্ক থেকে পারেল পর্যন্ত এই মিছিল হবে। যার আয়োজন হচ্ছে হিন্দু জনক্রোশ মোর্চার ব্যানারে। সেই ব্যাপারে বলতে গিয়েছে মঙ্গলপ্রভাত লোধা বলেন, ‘আমি সকলকে অনুরোধ করছি, নিজের সম্প্রদায়ের জন্য, একদিনের জন্য এই মিছিলে অংশগ্রহণ করুন।’ বোরিভালিতে এক অনুষ্ঠানে লোধা এই আহ্বান জানান।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)