• Sania-Bopanna: অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের ফাইনালে সানিয়া-বোপান্না
    আজকাল | ২৬ জানুয়ারি ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের ফাইনালে চলে গেলেন সানিয়া মির্জা-রোহন বোপান্না।

    সেমিফাইনালে ভারতীয় জুটি হারান ব্রিটেনের নিল স্কুপস্কি এবং আমেরিকার ডেজরে ক্রাভচেক জুটিকে। ১ ঘণ্টা ৫২ মিনিটের লড়াইয়ে ম্যাচের ফলাফল ৭-৬ (৭-৫), ৬-৭ (৫-৭), ১০-৬। মহিলাদের ডাবলসে সাফল্য আসেনি। দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হয় টেনিস সুন্দরীকে। বোপান্নাকে সঙ্গে নিয়ে সেই আক্ষেপ মেটালেন সানিয়া। কোয়ার্টার ফাইনালে ওয়াক ওভার পেয়ে শেষ চারে ওঠে ভারতীয় জুটি। কিন্তু সেমিফাইনালের লড়াই সহজ ছিল না। শেষপর্যন্ত অভিজ্ঞতা দিয়ে ম্যাচ বের করেন সানিয়ারা। প্রথম সেট টাইব্রেকারে জেতেন। একাধিক আনফোর্সড এররের জন্য দ্বিতীয় সেট খোয়াতে হয়। প্রথম দুই সেটের পর রেজাল্ট ১-১ হওয়ায় সুপার টাইব্রেকে সেমিফাইনালের ফয়সলা হল। এখানেই অভিজ্ঞতায় বাজিমাত করেন সানিয়া-বোপান্না। শুরু থেকেই এগিয়ে ছিল ভারতীয় জুটি। প্রতিপক্ষ চাপ সৃষ্টি করার চেষ্টা করলেও শেষমেষ অভিজ্ঞতা কাজে লাগিয়ে অনায়াসেই ম্যাচ পকেটে পুরে নেন। ২০০৯ সালে অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসে এবং ২০১৬ সালে মহিলাদের ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছেন সানিয়া। অস্ট্রেলিয়ান ওপেনই সানিয়ার পেশাদার টেনিস জীবনের শেষ গ্র্যান্ডস্লাম। জীবনের শেষ গ্র্যান্ডস্লাম জিতে কেরিয়ারে ইতি টানার হাতছানি রয়েছে টেনিস সুন্দরীর সামনে। সেই সুযোগ কোনওভাবেই হাতছাড়া করতে চাইবেন না। 
  • Link to this news (আজকাল)