• Droupadi Murmu: প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ, কী বললেন দেশের রাষ্ট্রপতি?
    আজকাল | ২৬ জানুয়ারি ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: আগামীকাল ২৬ জানুয়ারি।

    বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের প্রজাতন্ত্র দিবস। ৭৪ তম প্রজাতন্ত্র দিবস আগামীকাল ভারতের। ঠিক তার আগের রাতে জাতির উদ্দেশে ভাষণ দিলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নিজের বক্তব্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন সংবিধান প্রণেতাদের প্রতি। বলেন, ভারত সর্বদা কৃতজ্ঞ থাকবে ডক্টর বি আর আম্বেদকরের প্রতি। তিনি আরও বলেন, আমরা যখন প্রজাতন্ত্র দিবস পালন করি, আমরা জাতি হিসেবে একসঙ্গে যা অর্জন করেছি, তার উদজাপন করি। বক্তব্যে উল্লেখ করছেন জি ২০তে ভারতের সভাপতিত্ব গ্রহণ করার কথা। কেন্দ্রের জাতীয় শিক্ষা নীতির প্রশংসা করেন।

    বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন জওয়ানদের প্রতি। তিনি বলেন, যাঁরা আমাদের সীমান্ত রক্ষা করে এবং দেশের জন্য সমস্ত রকম ত্যাগ স্বীকার করে, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আধাসামরিক বাহিনী, পুলিশ বাহিনীর সমস্ত সৈনিকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
  • Link to this news (আজকাল)