• Mahua Moitra: 'আরও অন্য লিঙ্ক পোস্ট করা হবে', বিবিসি ডকুমেন্টারির ২য় লিঙ্ক দিলেন মহুয়া!
    আজকাল | ২৬ জানুয়ারি ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: বিবিসির ডকুমেন্টারি।

    মূল বিষয় গুজরাট দাঙ্গা এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তা নিয়েই এই মুহূর্তে জোর চর্চা দেশ জুড়ে। এই ডকুমেন্টারি দেখানোয় নিষেধাজ্ঞা জারি করেছে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়। জামিয়ায় ডকুমেন্টারি দেখানোর পরিকল্পনাতেই বিপত্তি। পুলিশ আটক করেছে পড়ুয়াদের। এর মধ্যেই প্রথম লিঙ্কের পর বিতর্কিত ডকুমেন্টারির দ্বিতীয় লিঙ্ক শেয়ার করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র।  অন্যদিকে সরকারের পক্ষ থেকে এই ডকুমেন্টারি টুইটার এবং ইউটিউব থেকে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আগেই। তার মাঝেই আজ, ২৬ জানুয়ারির প্রাক্কালে নিজের সমাজিক মাধ্যমে মহুয়া মৈত্র একটি লিঙ্ক শেয়ার করেন এবং লেখেন, এটি ২য় পর্ব। এটি সরিয়ে ফেলা হলে আরও অন্য লিঙ্ক পোস্ট করবেন। ডেরেক ও ' ব্রায়েন নিজের টুইটার হ্যান্ডেল থেকে বিবিসির ডকুমেন্টারির লিঙ্ক শেয়ার করলে, টুইটার তা মুছে দেয়।
  • Link to this news (আজকাল)