• Saraswati Puja: তিথি না মেনে বুধ সকালে স্কুলে পুজো, এলাকায় শোরগোল
    আজকাল | ২৬ জানুয়ারি ২০২৩
  • মিল্টন সেন, হুগলি, ২৫ জানুয়ারি: অবাক কান্ড।

    পঞ্জিকা মতে বুধবার বিকেলে পঞ্চমী লাগছে। বেশির ভাগ জায়গায় বৃহস্পতিবার সরস্বতী পুজো। কিন্তু ব্যতিক্রম ধনেখালির বাগনান ভদ্রকালী প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁরা জানেন স্কুলের ক্যালেন্ডারে সরস্বতী পুজো বুধবার। তাই তিথি নক্ষত্র নিয়ে না ভেবে ধুম ধাম করে সকাল থেকেই স্কুলে সরস্বতী পুজো হয়ে গেল। এদিকে খবর জানাজানি হতেই স্কুলে পৌঁছে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। যুক্তি পাল্টা যুক্তি নিয়ে শোরগোল বেঁধে যায়। হোম যজ্ঞ সহকারে হয়েছে পুজো। শেষে ছাত্রছাত্রীদের বিতরণ করা হয় প্রসাদ। ক্ষুব্ধ গ্রামবাসীদের প্রশ্ন, হঠাৎ করে বুধবার স্কুলে পুজো কেন?
    স্কুলের শিক্ষক অসিত সিং -এর সাফাই, স্কুলের ক্যালেন্ডারে নাকি এদিন পুজোর উল্লেখ রয়েছে। যদিও পরে তিনি বলেন, স্কুল পরিদর্শকের অনুমতি নিয়েই এই পুজোর আয়োজন করা হয়েছে। তবে এই প্রসঙ্গে স্কুল পরিদর্শক গৌরব মিশ্র জানিয়েছেন, তিনি কোনও অনুমতি দেননি। কারণ তিনি অনুমতি দিয়ে থাকলে শুধু একটা স্কুলে পুজো হত না, তাঁর আওতায় থাকা সমস্ত স্কুলেই পুজো হত। তিনি আরও বলেন, সরকারি নির্দেশকার সঙ্গে পুজোর দিনক্ষণ মেনেই স্কুলে পুজো হয়ে থাকে। ক্ষুব্ধ গ্রামবাসীদের অভিযোগ, নেতাজীর জন্মদিনও পালিত হয়নি স্কুলে। সাধারণত পঞ্চমী তিথিতেই হয় বাগ দেবীর আরাধনা। সেখানে কীভাবে চতুর্থীতেই সরস্বতী পুজো হয়ে গেল স্কুলে? উঠছে প্রশ্ন। 
    ছবি পার্থ রাহা।
  • Link to this news (আজকাল)